Sensex Today: শুক্রবার সকাল থেকেই লাল সঙ্কেত বাজারে। সপ্তাহের শেষ ট্রেডিং দিনেও ক্ষতির চিহ্ন দিয়ে শুরু হল বাজার। আর কিছু সময়ের মধ্যেই ফের রেড জোনে সূচক। সেনসেক্স কমে গেল ৫৫০ পয়েন্ট। নিফটিতেও বড় পতন। সকালে বাজার খুলতেই ১৮০ পয়েন্টেরও বেশি পড়েছিল বাজার (Share Market Crash)। সেই পতন আরও বাড়ল। গতকাল যে সবুজ সঙ্কেতে বন্ধ হয়েছিল বাজার, সেই লাভ আজ পুরো গিলে ফেলল বিয়ার মার্কেট।


সকালের সেশনেই বাজারে পতন শুরু


সকালের প্রাথমিক সেশনে ২৫০ পয়েন্ট পড়েছিল বাজার। নিফটি ৫০ সূচক ৭০ পয়েন্ট কমে গিয়েছিল। বিশ্ব বাজারে নীরবতার মাঝে ভারতের শেয়ার বাজারে (Share Market Crash) পরপর পতন চলছে। আজ সকাল ১১টার সময় সেনসেক্স ৫১১ পয়েন্ট পড়ে দাঁড়িয়েছিল ৭২৫৮৫.২৯ এর স্তরে। অর্থাৎ ০.৭০ শতাংশ পড়েছে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক। অন্যদিকে নিফটি ৫০ ১৮০.১৫ পয়েন্ট পড়ে গিয়েছে সকাল ১১টার সময়েই।


এখন কোথায় দাঁড়িয়ে উভয় সূচক


সেনসেক্স এখন ৫৫০ পয়েন্ট পড়ে এসে দাঁড়িয়েছে ৭২৫৬৪-এর ঘরে। অন্যদিকে নিফটি ২১,৯০০-এর আশেপাশে ঘোরাফেরা করছে। তেল ও গ্যাস সংস্থার স্টক, পিএসইউ ব্যাঙ্কের স্টক এবং অটো সেক্টরের সূচকে আজ বিরাট পতন দেখা গিয়েছে। সমস্ত সেক্টরই রেড জোনে।


কোন সূচকে কেমন গতি


মিডক্যাপ ও স্মলক্যাপে আবারও পতন (Share Market Crash) আজ। ১ শতাংশ কমে গিয়েছে নিফটি স্মলক্যাপ ও মিডক্যাপ সূচক। অন্যদিকে, নিফটি অয়েল অ্যান্ড গ্যাসের সূচক কমে গিয়েছে ৪ শতাংশ, নিফটি মেটাল, অটো ও পাওয়ারের সূচক পড়েছে ২ শতাংশ। তবে এসবের মধ্যেও FMCG সেক্টর সবুজ। আজকের সেশনে ০.২৫ শতাংশ বাড়তে দেখা গিয়েছে এই সূচককে।


কোন শেয়ার বাড়ল, কোনটা কমল


UPL-এর শেয়ারে এখনও পর্যন্ত বাজারের সবথেকে বেশি লাভ লক্ষ্য করা গিয়েছে। এই শেয়ারের দাম বেড়েছে ২.৩৯ শতাংশ এবং অন্যদিকে BPCL-এর শেয়ারে সবথেকে বেশি ক্ষতি। শেয়ারের দাম পড়েছে ৭.৭৫ শতাংশ। নিফটি এনার্জির সূচকে আজ সবথেকে বেশি পতন। ৩.০৩ শতাংশ পতন সূচকে। এদিকে নিফটি ব্যাঙ্কের সূচকের মধ্যে ব্যাঙ্ক অফ বরোদার শেয়ারে আজ ২.৮ শতাংশ পতন এসেছে। SBI-এর শেয়ারের দামও কমেছে ২.০৯ শতাংশ।


দাম বেড়েছে পেটিএমের শেয়ারের


দীর্ঘকালীন পতনের মধ্যেও আজ ১৫ মার্চ পেটিএমের শেয়ারের (Share Market Crash)দাম বাড়ল ৫ শতাংশ। পেটিএমের শেয়ারে (Paytm Share Price) যে পতন এসেছিল তা আজ খানিকটা পুনরুদ্ধার করতে পারলেন বিনিয়োগকারীরা। NPCI-এর থেকে TPAP ছাড়পত্র পাওয়ার পরেই এই লাফ শেয়ারের দামে।


আরও পড়ুন: Paytm Share Price: NPCI-এর ছাড়পত্র পেতেই লাফ দিল পেটিএমের শেয়ার, আরও কী বাড়বে দাম ?