কলকাতা: 'অন্তর্বর্তীকালীন উপাচার্য (Interim VC) হিসাবে কাজ করা যাচ্ছে না, নানাভাবে চাপ তৈরি হচ্ছে', রাজ্যপাল (Governor CV Ananda Bose) এবং ভারতের অ্যাটর্নি জেনারেলের কাছে অভিযোগ করলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ জানালেন আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও। রাজ্য়ের বিশ্ববিদ্যালয়গুলিতে সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে বলে রাজ্যপালের সামনেই ভারতের অ্যাটর্নি জেনারেলের কাছে অভিযোগ করলেন উপাচার্যরা। বেশ কিছু বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় সার্টিফিকেট পেতে ছাত্রদের সমস্যা হচ্ছে বলেও জানান তাঁরা। 'পরিস্থিতি বদলানোর চেষ্টা করছি, উপাচার্যরা ভয় পাবেন না', মন্তব্য রাজ্যপাল সি ভি আনন্দ বোসের।


রাজ্যপাল যা বললেন...
'হিংসা, দুর্নীতি এবং ভয় দেখানোর পরিবেশ পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলির একটি সমস্যা। আমরা এটি সরাসরি মোকাবিলা করব বলে সিদ্ধান্ত নিয়েছি। সংশ্লিষ্ট সব পক্ষ, অর্থাৎ আচার্য, উপাচার্য, অধ্যাপক, পড়ুয়া এবং সরকার--সকলকে নিয়ে এই সমস্যার সমাধান করা হবে', সংবাদমাধ্যমের সামনে বলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাঁর আশা, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি যাতে শিক্ষার পীঠস্থান হয়ে ওঠে সেই লক্ষ্যে উপাচার্যদের সঙ্গে অ্যাটর্নি জেনারেলের আজকের এই বৈঠক ফলপ্রসূ হয়ে উঠবে।


উপাচার্য নিয়োগ ঘিরে ...
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ ঘিরে রাজ্য-রাজ্যপাল সংঘাত তুঙ্গে উঠেছিল গত বছর। প্রথমে, সেপ্টেম্বর মাসে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য়ের উপাচার্যহীন ১৬টি বিশ্ববিদ্য়ালয়ে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেন সিভি আনন্দ বোস। সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে প্রথমে হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। সার্চ কমিটি গ়ড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ মতো, ইতিমধ্য়েই, রাজ্য় সরকার, আচার্য ও UGC- তিন পক্ষই বিশিষ্টজনদের নামের তালিকা জমাও দেয়। কিন্তু স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে সার্চ কমিটি গঠন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই ফের অন্তবর্তী উপাচার্য নিয়োগ করেন আচার্য তথা রাজ্য়পাল। সেই দফায় আরও ৬ বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেন সিভি আনন্দ বোস। সব মিলিয়ে তুঙ্গে ওঠে সংঘাত। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন,  'সুপ্রিম কোর্টকে মানতে না চাইলে সেটা তাঁর অভিরুচি। তবে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও কী করে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করা হয়? পুলিশ কর্তাদের কেন উপাচার্য করা হচ্ছে? কপ ইউনিভার্সিটি করার চেষ্টা চলছে।' এই আবহে এবার হুমকি-চাপের অভিযোগ আনলেন একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। 


আরও পড়ুন:অপেক্ষার অবসান ! ছুটল গঙ্গার তলা দিয়ে মেট্রো, দেখে নিন বিস্তারিত সময় সূচি


Education Loan Information:

Calculate Education Loan EMI