BSE Holiday: আপনি কি নিয়মিত শেয়ার বাজারে বিনিয়োগ করেন ? এই সপ্তাহের শুরুতে তাহলে জেনে নিন কতদিন খোলা থাকবে বাজার। এর আগেও মার্চ মাসে বেশ কিছুদিন বাজার বন্ধ ছিল। লেনদেন, কেনাবেচা হয়নি। এই সপ্তাহে মাত্র ৪ দিনই খোলা থাকবে বাজার (Share Market Holiday)। বম্বে স্টক এক্সচেঞ্জ ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ইদ উপলক্ষ্যে আগামী ১১ এপ্রিল বন্ধ থাকবে শেয়ার বাজার। সারা বিশ্ব জুড়েই ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে এই ইদ এক খুশির উৎসব। রমজান মাস শেষ হলে প্রতি বছরই পালিত হয় ইদ উৎসব। এই বছর ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে সেই ইদ (Eid 2024)। আর সেই উপলক্ষ্যে বন্ধ থাকবে বাজার।
১৭ এপ্রিলও বন্ধ থাকবে বাজার
ইদের দিনে ছুটি থাকার কারণে এই সপ্তাহে মাত্র চারদিনই খোলা থাকবে বাজার, করা যাবে ট্রেডিং। তাছাড়া শনিবার ও রবিবার এমনিতেই বাজার বন্ধ থাকে। ফলে এই সপ্তাহে টানা ৩ দিন ছুটি থাকবে বাজারে। এছাড়া এপ্রিলে আরও একটি দিন ছুতি রয়েছে শেয়ার বাজারে (Share Market Holiday)। আগামী ১৭ এপ্রিল রাম নবমী উপলক্ষ্যে বন্ধ থাকবে বাজার। এই দিনে BSE ও NSE দুটিই বন্ধ থাকবে। শনি ও রবিবার ধরলে, ভারতের শেয়ার বাজার এই মাসে মোট ১০ দিন বন্ধ থাকছে, বাকি ২০ দিন খোলা থাকছে। এই ২০ দিনেই করা যাবে ট্রেডিং।
এই বছর আর কবে বন্ধ থাকবে বাজার ?
প্রতি বছরই কিছু কিছু নির্দিষ্ট দিনে বন্ধ থাকে শেয়ার বাজার। সারা দেশজুড়ে এই সব দিন ছুটি পালিত হয়। ব্যাঙ্কও অনেক সময় বন্ধ থাকে এই দিনগুলিতে। এপ্রিলের সঙ্গে সঙ্গে পরের মাসগুলিতেও কবে কবে এমন ছুটি রয়েছে, জেনে নিন।
১১ এপ্রিল ২০২৪- তারিখে ইদের কারণে শেয়ার বাজারে কেনাবেচা হবে না। বন্ধ থাকবে বাজার।
১৭ এপ্রিল ২০২৪- রামনবমী পালিত হবে দেশজুড়ে আর তাই সেদিনও বন্ধ থাকবে বাজার।
১ মে ২০২৪- মহারাষ্ট্র দিবস উপলক্ষ্যে এই দিন বন্ধ থাকবে শেয়ার বাজার।
১৭ জুন ২০২৪ – এই দিনে ২০২৪ সালে পড়েছে বখর-ই-ইদ। সেই উপলক্ষ্যেও বাজারে ছুটি।
১৭ জুলাই ২০২৪ – মহরমের জন্য এই বিশেষ দিন শেয়ার বাজারে ছুটি ঘোষণা হয়েছে।
১৫ অগস্ট ২০২৪ – দেশের স্বাধীনতা দিবস এদিন। বন্ধ থাকবে বাজার।
২ অক্টোবর ২০২৪ – গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে ছুটি থাকবে শেয়ার বাজারে।
১ নভেম্বর – এই দিনে পড়েছে দীপাবলী। আর তাই বন্ধ থাকবে বাজার।
১৫ নভেম্বর – গুরু নানক জয়ন্তীর কারণে বাজার বন্ধ।
২৫ ডিসেম্বর – বড়দিন উপলক্ষ্যে সারা দেশেই ছুটি। এদিন বাজারও বন্ধ।
আরও পড়ুন: Petrol Diesel Price: কালিম্পঙে পেট্রোলের দর কমল ১ টাকারও বড় ব্যবধানে, কলকাতায় কত ?