Oil India: সরকারি তেল বিপণনকারী সংস্থা অয়েল ইন্ডিয়া এবার বিনামূল্যে শেয়ার দেবে। শেয়ারহোল্ডারদের জন্য বোনাস শেয়ারের ঘোষণা করেছে এই সংস্থা। ২০২৩-২৪ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের মুনাফা ভাল হওয়ায় এই সংস্থা বোনাস শেয়ার (Bonus Share) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যে সমস্ত শেয়ারহোল্ডারদের কাছে এই সংস্থার শেয়ার (Oil India Bonus Share) কেনা আছে, তাঁরা একটি শেয়ারের বদলে পাবেন দুটি অয়েল ইন্ডিয়ার শেয়ার।
অয়েল ইন্ডিয়ার বোর্ড মিটিংয়ে ঠিক হয়েছে যে, ১০ টাকা ফেসভ্যালুর একটি শেয়ারের জন্য তাঁর বদলে দুটি শেয়ার দেওয়া হবে অয়েল ইন্ডিয়ার পক্ষ থেকে। অর্থাৎ ১:২ অনুপাতে দেওয়া হবে বোনাস শেয়ার। এমনকী এই বোনাস শেয়ার কবে শেয়ারহোল্ডারদের (Oil India Bonus Share) ডিম্যাট অ্যাকাউন্টে ঢুকবে তাঁর রেকর্ড ডেটও জানিয়েছে সংস্থা। আগামী ২ জুলাই ২০২৪ স্থির হয়েছে বোনাস শেয়ার দেওয়ার রেকর্ড ডেট।
একইসঙ্গে ডিভিডেন্ড দেওয়ার কথাও জানিয়েছে অয়েল ইন্ডিয়া। ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য শেয়ারহোল্ডারদের প্রত্যেককে শেয়ারপিছু ৩.৭৫ টাকা করে ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে অয়েল ইন্ডিয়া। বোনাস দেওয়ার আগেই এই ডিভিডেন্ড দেওয়া হবে শেয়ারহোল্ডারদের। জানা গিয়েছে সংস্থার (Oil India Bonus Share) বার্ষিক সাধারণ সভা আয়োজিত হওয়ার ৩০ দিনের মধ্যেই এই ডিভিডেন্ড বিতরণ করা হবে। এর আগে ২০২৩-২৪ অর্থবর্ষেই অয়েল ইন্ডিয়া ৩.৫ টাকা ও ৮.৫ টাকার অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড দিয়েছে শেয়ারহোল্ডারদের।
বিগত অর্থবর্ষের ফল ঘোষণার সময় সংস্থা (Oil India Bonus Share) জানিয়েছিল যে চতুর্থ ত্রৈমাসিকে অয়েল ইন্ডিয়ার নিট মুনাফা বেড়েছে ১৮ শতাংশ। মার্চ ত্রৈমাসিকে সংস্থার নিট মুনাফা হয় ২৩৩২.৯৪ কোটি টাকা। এর আগে ২০২২-২৩ অর্থবর্ষে একই ত্রৈমাসিকে অয়েল ইন্ডিয়ার লাভ হয়েছিল ১৯৭৯.৯৪ কোটি টাকা। সংস্থার অপারেশনস থেকে আয় হয়েছিল ১০,১৬৬ কোটি টাকা।
গত ট্রেডিং সেশনে ৬৪৬.৫০ টাকায় বন্ধ হয়েছিল অয়েল ইন্ডিয়ার শেয়ার। বিগত বেশ কিছু মাসে ভাল রিটার্ন দিয়েছে অয়েল ইন্ডিয়ার স্টক। ৬ মাসে ১০৬ শতাংশ, বিগত ১ বছরে ১৪১ শতাংশ, ২ বছরে ১৭১ শতাংশ এবং ৩ বছরে মোট ৩৮২ শতাংশ রিটার্ন এনে দিয়েছে অয়েল ইন্ডিয়ার শেয়ার।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )
আরও পড়ুন: Best Stocks To Buy: মঙ্গলের বাজারে কোন স্টকগুলি চলতে পারে, এখানে রইল নাম