Share Market Update: সপ্তাহের শুরু থেকেই বিশ্বের বাজারের চাপ রয়েছে দেশীয় শেয়ার বাজারে সেটা বোঝাই যাচ্ছিল। তবে এদিন বুধবার আন্তর্জাতিক বাজার অনেকটাই ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। সকালের সেশনে বেশ অনেকটাই গতি নিয়ে খুলেছিল বাজার। মঙ্গলবার বাজার (Share Market Opening Bell) বন্ধের সময় যে লাল ইঙ্গিত ছিল সূচকে, আজ বাজার খুলতেই সেই লাল ইঙ্গিত চলে গিয়েছিল। দু'দিন বেশ অনেকটা চাপে থাকার পর আজ যেন স্বস্তির নিশ্বাস দেশীয় শেয়ার বাজারে। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স এবং অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সূচক নিফটি দুইই আজ সকালে গতি নিয়ে শুরু করেছে। কিন্তু গতি দীর্ঘস্থায়ী হয়নি, ফের রেড জোনে ভারতের শেয়ার বাজার।
সকালের ট্রেডে লাফ দিয়েছিল সূচক
আজ সকাল ৯.২০ নাগাদ সেনসেক্স (Sensex) প্রায় ২৩০ পয়েন্ট বেড়ে যায়। তারপর আরও খানিক গতিতে ২৫০ পয়েন্ট বাড়তে দেখা যায় সূচককে। ঐ সময় সেনসেক্স ৭৩,৯০০ পয়েন্টের কাছাকাছি ট্রেড করছিল। ধারণা ছিল যে আজ সেনসেক্স হয়ত ৭৪০০০ এর সীমা ফের একবার পেরিয়ে যাবে। নিফটিও (Nifty 50) সকালের সেশনে ৫৫ পয়েন্ট বেড়েছে। নিফটি সকালে চলছিল ২২,৩৯০ পয়েন্টে।
ফের রেডজোনে বাজার
তবে এই লাফ বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়নি। আগের সমস্ত লাভ মুছে গেল বুধের বাজারে (Share Market Opening Bell)। আজ সকাল ১১টার সময় সেনসেক্স ৩৫৫ পয়েন্ট কমে যায়, নেমে আসে ৭৩,৩২৬-এর স্তরে। অন্যদিকে নিফটিও আজ রেড জোনে। এই সময়ে নিফটির সূচক ১৪৩ পয়েন্ট কমে হয় ২২,১৯২.৬০।
কোন সেক্টরে কেমন গতি
আজ সকালের ট্রেডে সেনসেক্সের ৩০টির মধ্যে ২০টি স্টকেই লাভের মুখ দেখা গিয়েছিল। আইটিসির শেয়ারে অবাক করা বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। ৬ শতাংশেরও বেশি বেড়েছে এই সংস্থার শেয়ার। বলা ভাল আজ FMCG সেক্টরের স্টকে সবুজ সঙ্কেত রয়েছে। তবে PSB, Oil and Gas সেক্টরে পতন দেখা যাচ্ছে আজ। নেসলে ইন্ডিয়ার শেয়ারেও আজ ১ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছিল, কিন্তু পাওয়ারগ্রিড কর্পোরেশনের স্টকে ১.৭৫ শতাংশ পতন এসেছে। ভারতী এয়ারটেল ও এনটিপিসির মত স্টকেও ১ শতাংশ দাম কমেছে আজ।
কোন কোন স্টকে গতি এখন
আইটিসি, নেসলে ইন্ডিয়া, ব্রিটানিয়া ইত্যাদি স্টকে আজ পতনের মুখেও গতি দেখা যাচ্ছে। এছাড়া AU Small Finance-এর স্টকের দামও বেড়েছে।
কোন স্টকে বড় পতন
NALCO, Power Finance ইত্যাদি স্টকে ৬ শতাংশেরও বেশি পতন দেখা গিয়েছে আজ সকালের ট্রেডে। ভোডাফোন আইডিয়া, পাওয়ার গ্রিড কর্পোরেশনের স্টকের দাম কমেছে ৫ শতাংশের বেশি।
আরও পড়ুন: SEBI Warning: ছোট, মাঝারি স্টকে পতন হবে আরও,সতর্ক বার্তা সেবির, এখনই বিক্রি করা উচিত ?