দিল্লি : শেয়ার বাজারে নজরকাড়া আত্মপ্রকাশ অলঙ্কার প্রস্তুতকারী সংস্থা সেনকো গোল্ডের (Senco Gold)। ৩১৭ টাকা ইস্যু-মূল্যের প্রতি শেয়ার এখন দাঁড়িয়ে ৪০৪ টাকা ৯৫ পয়সায় (BSE)। অন্যদিকে, NSE-তে আজ ৪৩০ টাকা থেকে শুরু করে বাজার বন্ধের সময় প্রতি শেয়ার চারশো দু'টাকা সত্তর পয়সায় থেমেছে সেনকো। প্রায় সাতাশ শতাংশ লাফ। সর্বমোট শেয়ারের পরিমাণ হিসেব ধরলে, BSE-তে সারাদিনে শেয়ার কেনাবেচার পরিমাণ, এগারো দশমিক শূন্য আট লাখ। NSE-তে এই পরিমাণ, এক কোটি একান্ন লাখের কিছু বেশি। 


গত বৃহস্পতিবার  IPO সাবস্ক্রিপশনের শেষ দিনে চাহিদা ছিল চোখে পড়ার মত। শেয়ারে প্রাতিষ্ঠানিক ক্রেতাদের আগ্রহ বাড়ে। প্রতি শেয়ার মূল্য ৩০১ টাকা থেকে ৩১৭ টাকা মূল্যের মধ্যে ছিল তখন। শুক্রবার লিস্টিংয়ে ইস্যু-মূল্যের থেকে প্রায় ৩৬ শতাংশ লাফ দেয় প্রতি শেয়ারের দাম। বাজার খোলার সময় যা ছিল চারশো একত্রিশ টাকা (BSE)। বাজার চলাকালীন দাম পৌঁছে যায় চারশো তেতাল্লিশ টাকা আশি পয়সা প্রতি শেয়ারে। অন্যদিকে NSE-তে প্রায় ৩৫-৬৪ শতাংশ লাফে চারশো তিরিশ টাকায় বাজারে যাত্রা শুরু করে সেনকো গোল্ডের প্রতি শেয়ার।


৪০৫ কোটির আইপিওর জন্য ইতিবাচক সাড়া আসে প্রায় সব ধরনের বিনিয়োগকারীর কাছ থেকেই। সংস্থার তরফে প্রতি শেয়ারের দাম নির্ধারণ করা হয়েছিল ৩১৭ টাকা। মোট ২১ অ্যাঙ্কর বিনিয়োগকারীর কাছে ৩৮ দশমিক ৩২ লাখ শেয়ার বরাদ্দ করে প্রায় ১২২ কোটি টাকা তোলে সংস্থা।


Share Market হাইলাইট


এদিকে, আজ বাজার বন্ধের সময় নিফটি ও সেনসেক্স বেশ ভাল জায়গায় ছিল। BSE-র সূচক পৌঁছেছিল সর্বকালীন রেকর্ড ৬৬,১৫৯.৭৯ পয়েন্টে। ইন্ট্রাডে-তে  NSE-র নিফটিও পৌঁছয় রেকর্ড ১৯,৫৯৫.৩৫-এ। নিফটি বাস্কেটে টপ গেনারদের তালিকায়  HCL Tech, Infosys, TCS, Tech Mahindra-র শেয়ার অন্যতম। অন্যদিকে, Power Grid, Dr Reddy's, Titan,  HDFC Life-র মত শেয়ার আজ টপ লুজ়ারের তালিকায়।







সেনকো গোল্ড মূলত কলকাতা (Kolkata Share Market) স্থিত একটি সংস্থা। মোট ১৩ রাজ্যে ১৪০টি শো রুম রয়েছে। যার মধ্যে ৬৩ শতাংশ পশ্চিমবঙ্গে। কেনাকাটায় সেনকো গোল্ডের অনলাইনেও উপস্থিতি চোখে পড়ার মতো। ব্যবসা ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরেও উপস্থিতি রয়েছে সংস্থার। গয়না হোলসেল রফতানি হয় মূলত দুবাই, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে। 


আরও পড়ুন : সেনকো গোল্ড দিল সুখবর ! লিস্টিংয়েই ৩৬ শতাংশ লাভ