সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ভোট সন্ত্রাস অব্যহত (Panchayat Post Poll Violence)। এবার গুরুতর অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনা জেলায় (North 24 Parganas)। 'ভোটে কারচুপি' অভিযোগ তুলে বিজেপির প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এদিকে সেই মিছিল ঘিরেই উঠল পাল্টা গুরুতর অভিযোগ। গোপালনগর থানার আকাইপুরে পুলিশের গাড়ি ভাঙচুর এবং পুলিশ কর্মীদের শারীরিক হেনস্থা করার অভিযোগে, বিজেপির সদস্য- সহ তিন জনকে গ্রেফতার (BJP Worker Arrested) করা হয়েছে।
'পুলিশের গাড়ি ভাঙচুর ও পুলিশ কর্মীদের শারীরিক হেনস্থা'
বৃহস্পতিবার বিকালে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার আকাইপুর রেল গেট সংলগ্ন এলাকায় পঞ্চায়েত নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে প্রতিবাদ মিছিলের আয়োজন করে বিজেপি। সেই মিছিলে হাঁটেন বনগাঁ লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর(Shantanu Thakur)। এই মিছিল শেষে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং বিজেপি নেতৃত্ব বেরিয়ে যাওয়ার পরেই পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। অভিযোগ, 'পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় বিজেপি কর্মী সমর্থকেরা।'
পুলিশের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ গ্রামের মহিলাদের
স্থানীয় সূত্রে খবর, বিজেপির প্রতিবাদ মিছিল শেষে অবরোধ চলাকালীন গ্রামের মহিলারা পুলিশের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে ইট মারে, তারপরেই পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয়। এই বিষয়ে স্থানীয় ব্যবসায়ী সুজিত রায় বলেন,'বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয় তারপরেই পথ অবরোধ করেন তারা। অবরোধ তুলতে এলে পুলিশের গাড়ি ঘিরে ধীরে ধীরে বিক্ষোভ দেখান তারা এবং পুলিশের গাড়িতে ইট ছুঁড়ে মারা হয়। পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয়।'
আহত ৬ জন পুলিশ কর্মী
পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় ৬ জন পুলিশ কর্মী আহত হয়েছেন। পুলিশের গাড়ি ভাঙচুর এবং পুলিশকে শারীরিক হেনস্থা করার অভিযোগে ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে গোপালনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর গ্রেফতার হওয়া তিন বিজেপি কর্মী হলেন ইন্দ্রজিৎ ঘোষ, সৌমিত্র দাস এবং বিশ্বজিৎ মহাজন। এদের মধ্যে সৌমিত্র দাস বিজেপির সদ্যজয়ী স্থানীয় পঞ্চায়েত সদস্য। এই ঘটনার পর থেকেই ওই এলাকায় গতকাল রাত থেকেই পুলিশি টহলদারি চলছে।শুক্রবার সকালেও আকাইপুর স্টেশন সংলগ্ন এলাকায় পুলিশের পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে রুট মার্চ করা হয়।
আরও পড়ুন, রাতভর বৃষ্টিতে অঘটন, সেবকের কাছে জাতীয় সড়কে নামল ধস