কলকাতা: ইউক্রেনে রাশিয়ার হামলার জেরে ধাক্কা লেগেছে ভারতের শেয়ার বাজারে। সকাল থেকেই নিম্নমুখী সেনসেক্স ও নিফটি। গতকাল মার্কিন শেয়ার বাজার ওয়াল স্ট্রিটে বেশ কিছু শেয়ারের দাম পড়েছে। এরই মধ্যে চড়চড় করে বাড়ছে অপরিশোধিত তেলের দাম।
এর পাশাপাশি পণ্যের দাম বৃদ্ধির জেরে মন্থর হচ্ছে অর্থনীতিও। সকাল ১২টার শেয়ার ট্রেন্ড বলছে, রিয়ালেন্স, এইচডিএফসি, অ্যাক্সিস ব্যাঙ্ক, কোটাক, বাজাজ ফিনান্স, আইসিআইসি ব্যাঙ্ক, হিন্দুস্থান ইউনিলিভার, টাটা স্টিল-এঁদের সকলের স্টক ভ্যালু কমেছে এদিন।
বিশ্বের ভৌগলিক অবস্থান বলছে, প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত তেলের অফুরন্ত ভাণ্ডার রয়েছে রাশিয়ায়। তাই রাশিয়া যুদ্ধে নামায় বেড়ে গিয়েছে তেলের দাম। আন্তর্জাতিক বাজারে এখন ব্যারেল পিছু তেলের দাম ১১০ ডলার ছাড়িয়ে গিয়েছে। যা প্রায় সর্বকালীন রেকর্ড। কিছুতেই কমানো যাচ্ছে না এই তেলের দাম। ফলে এর সরাসরি প্রভাব পড়েছে বিশ্বের অর্থনীতিতে।
তেলের এই দাম বৃদ্ধি চিন্তা বাড়িয়েছে ভারতের। কারণ দেশের ৮০ শতাংশ অপিরশোধিত তেল বাইরে থেকে আমদানি করে ভারত। ব্যারেল পিছু এই দাম বাড়ায় মূল্যবৃদ্ধি হচ্ছে দেশে। যানবাহনের জ্বালানির কাছে এই তেল লাগায় বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম।যা দেশের রাজস্বেও ঘাটতি বাড়াবে। আইসিআইসিআই সিকিউরিটিজের মতে, আগামী ১০ দিনে ১২ টাকা বাড়তে পারে পেট্রল-ডিজেলের দাম। বিভিন্ন রাজ্যে নির্বাচনের ফল বেরোনোর পরই বাড়তে পারে এই দাম।