কলকাতা: আজ আন্তর্জাতিক নারী দিবস। আর এই দিনটিতেই বিশ্বের সকল মহিলাদের সম্মান জানাতে গুগলও বিশেষ পদক্ষেপ নিয়েছে। লিঙ্গবৈষম্য দূরীকরণের পথকেই লক্ষ্য রেখেই বার্তা দিয়েছেন তাঁরা। এবারের Google Doodle-এ এমনই বার্তা দেওয়া হয়েছে।
সেখানে দেখানো হয়েছে কীভাবে দশভূজা হয়ে উঠেছেন মহিলারা। এবারের Google Doodle-এ তুলে ধরা হয়েছে সেই দিকটিকেই। কখনও সেখানে ঘর সামলানো নারী, কখনও সেখানে শিল্পী নারী, কখনও আলোকচিত্রী নারী। Google Doodle-এর প্রধান শিল্পী Thoka Maer সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি মনে করেন, একজন নারী যে কাজই করুন না কেন, সেটির স্বীকৃতি পাওয়া উচিত, সেটি যথাযথ সম্মান পাওয়া উচিত। বাড়ির বাইরে তো বটেই, বাড়ির ভিতরও নারীকে প্রতি নিয়ত যে কাজগুলি করতে হয়, তার সম্মান পাওয়া দরকার বলে মনে করেন Thoka Maer।
অন্যদিকে, আন্তর্জাতিক নারী দিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটারে লেখেন, বিশ্বের সকল মহিলাকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। আপনারা আমাদের গর্বিত করেছেন। আপনাদের অবদান ছাড়া সমাজের অগ্রগতি সম্ভব হত না। তিনি আরও লিখেছেন, আমাদের রাজ্য নারীর ক্ষমতায়ন ও মহিলারা যাতে সমাজে অবদান রাখতে পারেন, তার উপযুক্ত পরিবেশ তৈরি করতে বদ্ধপরিকর। আন্তর্জাতিক নারী দিবসে দেশের মহিলাদের ট্যুইটারে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি ট্যুইটে লেখেন, নারী শক্তির বিভিন্ন ক্ষেত্রে অবদানকে কুর্নিশ করি। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নারীর ক্ষমতায়ন, তাঁদের সম্মান ও সুযোগ বৃদ্ধির দিকে বাড়তি নজর রয়েছে কেন্দ্রীয় সরকারের। আন্তর্জাতিক নারী দিবসে শুভেচ্ছা জানিয়েছেন রাহুল গান্ধী। কংগ্রেস সাংসদ ট্যুইটারে লিখেছেন, মহিলারা তাঁদের জ্ঞান, নিষ্ঠা ও শক্তি দিয়ে সমাজকে বদলে দিতে পারেন। তাঁদের প্রাপ্য মর্যাদা পাওয়া উচিত।