Jobs In NHAI: মাসে বেতন ২ লক্ষ, NHAI করছে প্রচুর পদে নিয়োগ

NHAI Jobs: ন্যাশনাল হাইওয়ে অথরিটি, এনএইচএআই (NHAI) জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার ও ম্যানেজার পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে।

Continues below advertisement

NHAI Jobs: ন্যাশনাল হাইওয়ে অথরিটি, এনএইচএআই (NHAI) জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার ও ম্যানেজার পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। যোগ্য প্রার্থীরা NHAI-এর অফিশিয়াল ওয়েবসাইট nhai.gov.in-এ গিয়ে এই পদের জন্য আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই এই পদগুলির জন্য আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ 2 মে 2022। এই নিয়োগ প্রক্রিয়ার আওতায় মোট 80 টি শূন্যপদ নিয়োগ করা হবে।

Continues below advertisement

Jobs In NHAI: কোন পদে হচ্ছে নিয়োগ

এই নিয়োগ প্রক্রিয়ার অধীনে মোট 80টি পদ পূরণ করা হবে। এর আওতায় জেনারেল ম্যানেজার (কারিগরি) পদে ২৩টি, ডেপুটি জেনারেল ম্যানেজার (কারিগরি) পদে ২৬টি এবং ম্যানেজার (কারিগরি) পদে ৩১জনকে নিয়োগ করা হবে।

NHAI Jobs: শিক্ষাগত যোগ্যতা
জেনারেল ম্যানেজার (কারিগরি) পদের জন্য আবেদনকারী প্রার্থীদের একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকতে হবে। এছাড়াও গ্রুপ এ সার্ভিসে 14 বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর। ডেপুটি জেনারেল ম্যানেজার(কারিগরি) প্রার্থীদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি ও হাইওয়ে, সড়ক ও সেতু সম্পর্কিত কাজের প্রকল্প বাস্তবায়নে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরিপ্রার্থীর।

Jobs In NHAI: কীভাবে আবেদন করবেন ?

অন্যান্য নথির সঙ্গে এই নিয়োগের জন্য অনলাইন জমা দেওয়া আবেদনের একটি প্রিন্ট আউট নিন। আবেদনপত্রটি পূরণ করার পর তা “DGM (HR & Admin)-IA/IB, National Highways Authority of India, Plot No. G5-6, Sector, before the last date. -10, Dwarka, New Delhi-110075”-তে শেষ তারিখের আগে পাঠান। এই বিষয়ে বিশদে জানতে যেমন শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা-সহ অন্যান্য তথ্যের জন্য প্রার্থীরা সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

NHAI Jobs: বেতনের বিবরণ
জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল) – 1,23,100 টাকা থেকে 2,15,900 টাকা।
ডেপুটি জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল) – 78,800 টাকা থেকে 2,09,200 টাকা

ম্যানেজার (টেকনিক্যাল) – 67,700 টাকা থেকে 2,08,700 টাকা

আরও পড়ুন : ITI Apprentice Jobs: আইটিআই অ্যাপ্রেন্টিস নেবে কলকাতার এই সংস্থা, আবেদনের শেষ তারিখ জানেন ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

Continues below advertisement
Sponsored Links by Taboola