Stock Market Today: সপ্তাহের দ্বিতীয় ট্রেডিং সেশনে সকালেই বড় পতন শেয়ার বাজারে। ধস দিয়ে বাজার (Stock Market) শুরু হয়েছে আজ। সকাল ৯টা ১৫ নাগাদ আজ বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ৪৩৮ পয়েন্ট পড়ে ৮১,৭৩৯-এ খোলে। অন্যদিকে নিফটিও আজ পতনে খুলেছে। তারপর সকাল সাড়ে ১০টা নাগাদ ৮৩৮ পয়েন্ট পড়ে সেনসেক্স নেমে (Sensex Today) এসেছিল ৮১,৩১৮-এর স্তরে। নিফটি এর খানিক আগে ২২৫ পয়েন্ট নিচে এসে ট্রেড করছিল ২৪,৭৭৫.৭৫-এর স্তরে।
বাজার খোলার সময় ইন্ডাসইন্ড ব্যাঙ্কের স্টকে ০.০৪ শতাংশ উত্থান দেখা গিয়েছিল, তবে আলট্রাটেক সিমেন্টের স্টকের দাম ১.৩৮ শতাংশ পড়ে গিয়েছিল। অ্যাক্সিস ব্যাঙ্ক এবং এনটিপিসির স্টকের দাম যথাক্রমে ১.১৩ এবং ১.৩২ শতাংশ পড়ে গিয়েছিল। এই সময়ের মধ্যেই মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার শেয়ারের দাম ১.১৪ শতাংশ পড়ে গিয়েছিল। আর ইটারনাল অর্থাৎ জোমাটোর শেয়ারের দামও ১.০৬ শতাংশ পড়ে গিয়েছিল।
এই সমস্ত সংস্থার ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ্যে
আজ বহু সংস্থার ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ পেয়েছে। এর মধ্যে এলআইসির ত্রৈমাসিকের ফলও বেরিয়েছে আর এই ফলাফলের প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। বস্, ভারত ডায়নামিক্স, এনএমডিসি, জিনকা লজিস্টিকস সলিউশনস, কারারো ইন্ডিয়া, হিন্দুস্তান কপার, জেকে লক্ষ্মী সিমেন্ট, গেটওয়ে ডিস্ট্রিপার্কস, রাষ্ট্রীয় কেমিক্যালস এবং ফার্টিলাইজার, ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ইত্যাদি।
বৈশ্বিক বাজারের প্রভাব
একদিকে সংস্থাগুলির চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল বেরিয়েছে আর অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের পরিকল্পনা সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাজারের মনোভাব। সোমবার গতকালের বাজারে বিদেশি বিনিয়োগকারীরা ১৩৫.৮৫ কোটি টাকার শেয়ার কেনে ভারতীয় বাজারে। আর অন্যদিকে দেশীয় বিনিয়োগকারীরা গতকাল শেয়ার কিনেছে ১৭৪৫.৭২ কোটি টাকার।
যদি এশিয়ান বাজারের কথা বলা হয়, তাহলে আজ মঙ্গলবার মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। জাপানের নিক্কেই সূচক ০.১৫ শতাংশ ধসে গিয়েছে এবং টপিক্স সূচক স্থিতিশীল আছে। অন্যদিকে কসপি সূচক ০.৩২ শতাংশ পড়ে গিয়েছে। তবে এএসএক্স ২০০ ট্রেন্ড ধরেছে এবং ০.১৬ শতাংশ উত্থান এসেছে এই স্টকে।
একদিন আগেই বিরাট লাফ দিয়েছিল বাজার
গতকাল সোমবার বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে ভারত জায়গা করে নেওয়ার খবরে ইতিবাচক প্রভাব দেখা গিয়েছিল শেয়ার বাজারে। অন্যদিকে ৯ জুলাই পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের উপরে মার্কিন প্রেসিডেন্টের কর আরোপ স্থগিত করার সিদ্ধান্তে ব্যাপক লাফ দেখা গিয়েছিল বাজারে। ৪৫৫ পয়েন্ট বেড়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। আর নিফটি ৫০ সূচকে ১৪৮ পয়েন্টের লাফ এসেছিল গতকালের সেশনে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)