Stock Market: দেখতে সাধারণ হলেও ব্যাঙ্ক ব্যালেন্সে অসাধারণ। সাদামাটা এই ব্যক্তিকে দেখে ধোঁকা খাবেন আপনিও। সাধারণত কোটিপতি (Crorepati)  বলতেই গ্ল্যামার, বড় গাড়ি ও বিলাসবহুল জীবনযাত্রার কোনও ব্যক্তিকে কল্পনা করি আমরা। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Social Media) হওয়া একটি ভিডিও(Viral Video) ভেঙে দিতে পারে সেই চিন্তাধারা। 


এইসব কোম্পানির শেয়ার রয়েছে ওই ব্যক্তির কাছে !
সম্প্রতি সোশ্যাল মিডিয়া এক্স-এ ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। যেখানে রাজীব মেহতার ওই ভিডিয়ো দেখেছেন লক্ষাধিক মানুষ। ভিডিয়োয় আপলোডার দাবি করেছেন, ওই বৃদ্ধের কাছে বর্তমানে ১০১ কোটি টাকারও বেশি মূল্যের শেয়ার রয়েছে। কেবল ৮০ কোটি টাকার L&T শেয়ার, ২১ কোটি টাকার আল্ট্রাটেক সিমেন্টের শেয়ার ছাড়াও ১ কোটির কর্ণাটক ব্যাঙ্কের শেয়ার রয়েছে। সব মিলিয়ে ১০১ কোটি টাকার বেশি শেয়ার রয়েছে ওই প্রবীণ নাগরিকের কাছে।


আরবপতি নয় কোটিপতি
যদিও ভাইরাল ভিডিয়োর বিষয়ে মানতে রাজি হননি অনেকেই। ভিডিয়োর পোস্টে এই বিপুল অর্থের বিষেয় প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। এই বিষয়ে ক্যাপিটাল মাইন্ডের প্রতিষ্ঠাতা এবং সিইও দীপক শেনয় ব্যাখ্যা দিয়েছেন। যেখানে তিনি বলেছেন, বৃদ্ধের কাছে L&T-র ২৭ হাজার শেয়ার রয়েছে, যার মূল্য প্রায় ৮ কোটি টাকা। একইভাবে, তার কাছে আল্ট্রাটেক সিমেন্টের শেয়ারের মূল্য প্রায় ৩.২ কোটি টাকা । সেখানে কর্ণাটক ব্যাঙ্কের শেয়ারের মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। এই হিসাব অনুযায়ী মোট শেয়ারের মূল্য দাঁড়ায় ১১ কোটি টাকার বেশি। তাই ওই ব্য়ক্তি কোনও আরবপতি নন।


শুধু লভ্যাংশ থেকে লাখ টাকা পাওয়া যায়
সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীরা ও প্রবীণ ব্যক্তিকে শেয়ারওয়ালে বাবা বলে সম্বোধন করছেন অনেকে। ভিডিয়োতে যে দাবিগুলো করা হচ্ছে, তা যদি সত্যি হয় তাহলে বৃদ্ধের সম্পদের পরিমাণ কোটি টাকার বেশি হবে। এই বিষয়ে একজন ব্যবহারকারী লভ্যাংশ থেকে উপার্জনের হিসেবও ব্যাখ্যা করেছেন। কমেন্টে সেই ব্যক্তি জানিয়েছেন, শেয়ারের সংখ্যা অনুযায়ী বৃদ্ধ একা লভ্যাংশ বা ডিভিডেন্ট থেকে সহজেই লাখ টাকা আয় করতে পারেন। তবে এই বিপুল অর্থ পাওয়া কি তাঁর পক্ষে পাওয়া সম্ভব, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।


শেয়ারবাজারের এই পাঠটি গুরুত্বপূর্ণ
এবিপি লাইভ এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি। ভাইরাল ভিডিয়ো যাই বলুক না কেন, শেয়ার বাজারে এই ধরনের ঘটনা আকছার ঘটে। খোদ বিশ্বের অন্যতম সেরা ইভেস্টার  ওয়ারেন বাফেট বলেছেন সেই কথা। দীর্ঘদিন সম্পদ ধরে রাখলে আপনিও বিপুল সম্পদের অধিকারী  হতে পারেন। আপনি যদি ভাল শেয়ার ক্রয় করেন এবং ধৈর্যের সঙ্গে আপনার বিনিয়োগ বজায় রাখেন, তবে এটি দীর্ঘমেয়াদে বিপুল আয় দিতে পারে। ওই প্রবীণের ক্ষেত্রেও এরকম কিছু হতে পারে।


New Money Rule: ১ অক্টোবর থেকে এই ৬ আর্থিক নিয়মে পরিবর্তন, সরাসরি প্রভাব ফেলবে আপনার পকেটে