নয়াদিল্লি: মার্কিন মুলুকে ঝাঁপ বন্ধ আরও একটি ব্যাঙ্কের। সিলিকন ভ্যালি ব্য়াঙ্কের পর এবার নিউ ইয়র্কের সিগনেচার ব্যাঙ্ক। আমেরিকার নিয়ন্ত্রক সংস্থার তরফে বন্ধ করে দেওয়া হল ওই ব্যাঙ্কটিকে।
ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স কর্পোরেশন (FDIC)-কে রিসিভার হিসেবে নিয়োগ করা হয়েছে। এর অর্থ, এবার ওই ব্য়াঙ্কের সম্পত্তি খোলা বাজারে নিলাম করে ব্যাঙ্কের গ্রাহকদের তাঁদের টাকা ফেরত দেওয়া হবে। প্রসঙ্গত, ক্রিপ্টোকারেন্সি লেনদেনেও ছিল এই সিগনেচার ব্যাঙ্ক।
কদিন আগেই তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের স্টার্টআপে ঋণ দেওয়ার অন্যতম ব্যাঙ্ক সিলিকন ভ্যালি ব্যাঙ্ককে দেউলিয়া ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি বুঝে বাধ্য হয়ে হস্তক্ষেপ করে মার্কিন সরকার। সিলিকন ব্যাঙ্কের শেয়ারের দর পড়ে যায় ৬০ শতাংশ। তারপরে ফের মার্কিন মুলুকের আরও একটি ব্য়াঙ্ক বন্ধের মুখে। ডিপোজিটরদের বাঁচাতে FDIC সিগনেচার ব্য়াঙ্কের যাবতীয় সম্পত্তি সিগনেচার ব্রিজ ব্যাঙ্কে সরিয়েছে। এটি সম্পূর্ণ FDIC নিয়ন্ত্রনাধীন একটি ব্য়াঙ্ক। যেটি সম্পত্তি নিলামের ব্যবস্থা করবে।
কোনও ব্রিজ ব্যাঙ্ক (Bridge Bank) আদতে একটি চার্টার্ড ন্য়াশনাল ব্যাঙ্ক যা FDIC-এর বোর্ডের অধীনে কাজ করে। যেটি কোনও দেউলিয়া ব্যাঙ্কের যাবতীয় ঋণভার, জমাপুঁজি নিয়ে নেয়। সারা আমেরিকায় সিগনেচার ব্য়াঙ্কের মোট ৪০টি শাখা রয়েছে। এখন যাঁরা সিগনেচার ব্যাঙ্কে গ্রাহক তাঁরা সিগনেচার ব্রিজ ব্যাঙ্কের গ্রাহক হয়ে যাবেন। যাবতীয় ব্যাঙ্কিং লেনদেন স্বাভাবিকভাবেই চলবে। যাঁরা ঋণ নিয়েছিলেন তাঁরা ঋণের কিস্তিও দেবেন। জানানো হয়েছে, FDIC-এ সিগনেচার ব্রিজ ব্যাঙ্ক পরিচালনা করবে। ওই ব্যাঙ্কিং সংস্থার দাম যতটা বৃদ্ধি করা যায় তার চেষ্টা করা হবে। সেক্ষেত্রে বিক্রি করতে সুবিধা হবে। পাশাপাশি, এখন গ্রাহকরা যাতে সমস্যায় না পড়েন সেটাও দেখা হবে।
পরপর ২টি ব্যাঙ্কের এই পরিস্থিতির পরে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, 'এই পরিস্থিতির জন্য যাঁরা দায়ী তাঁদের চিহ্নিত করা হবে। ভবিষ্যতে যাতে এই পরিস্থিতি না হয় তার জন্য বড় ব্যাঙ্কগুলির ক্ষেত্রে আরও কঠোর পরিচালনা করা হবে।'
সিলিকন ভ্যালি ব্য়াঙ্ক:
কদিন আগেই নিয়ন্ত্রকরা বন্ধ করেছে আমেরিকার সিলিকন ভ্যালি ব্যাঙ্ক (Silicon Valley Bank)। বাজেয়াপ্ত করা হয়েছে যাবতীয় অ্যাসেট। ব্যাঙ্কটির নিয়ন্ত্রণ নিয়েছে ইউএস ফেডারেল ডিপোজিট ইন্সুরেন্স কর্পোরেশন (FDIC)। পরে এফডিআইডি প্রযুক্তিখাতে বিনিয়োগকারী এই ব্যাঙ্কটির সম্পত্তি বিক্রি করে সেই অর্থ গ্রাহকদের মাঝে বিতরণ করবে। সিলিকন ভ্যালি ব্যাঙ্ক বন্ধ ঘোষণা করেছে, ১০ মার্চ ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের নিয়ন্ত্রক সংস্থা।
আরও পড়ুন: মাঝআকাশে অসুস্থ যাত্রী, দিল্লি থেকে ওড়া বিমান নামল পাকিস্তানে