নয়াদিল্লি: লকডাউনে দেশের বহু মানুষের অন্ন সংস্থান করাই দুরূহ হয়ে পড়েছে। কাজ হারিয়েছেন অনেকে। হাজার হাজার বাড়িতে নিয়মিত চড়ছে না হাঁড়িও। অনেকেই জ্বালা মেটাতে বিস্কিট খেয়েছেন, খাচ্ছেন। লকডাউনের মাঝেই ব্যবসা রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেল পার্লে জি-র। বিক্রির রেকর্ড গড়েছে তারা।


গত মার্চ থেকে মে মাসের মধ্যে দেশজুড়ে যে পরিমাণ পার্লে জি বিস্কিট বিক্রি হয়েছে তা ৮০ বছর পুরনো এই ব্র্যান্ডের ইতিহাসে আগে কখনও হয়নি। ১৯৩৮ সাল থেকে দেশের বিস্কুটের বাজারে পার্লে জি পরিচিত নাম। মঙ্গলবার সংস্থার তরফে জানানো হয়েছে, চলতি বছরের মার্চ থেকে মে ছিল সংস্থার দীর্ঘ আট দশকের ইতিহাসের স্মরণীয় কয়েকটি মাস। এই তিন মাসে তাদের রেকর্ড পরিমাণ বিক্রি হয়েছে। যদিও বিক্রি সংক্রান্ত পরিসংখ্যান প্রকাশ্যে আনতে চায়নি তারা।

পার্লে প্রোডাক্টস্-এর অন্যতম শীর্ষকর্তা ময়াঙ্ক শাহ বলেছেন, 'দেশের বাজারে আমাদের সামগ্রিক অংশিদারিত্ব প্রায় ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে পার্লে জি -র ৮০ থেকে ৯০ শতাংশ অবদান। এই ফলাফল আমাদের কাছে অপ্রত্যাশিত।' দেশের মোট বিস্কুটের বাজারের প্রায় ৩২ শতাংশ এই মুহূর্তে পার্লের একার দখলে। লকডাউনে অন্য সংস্থাগুলির তুলনায় পার্লের ব্যবসা বৃদ্ধির হার সর্বাধিক বলেও জানা গিয়েছে।