Amrit Brishti Scheme: ব্যাঙ্কে টাকা রাখছে না মানুষ। সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখার বদলে মানুষ এখন মিউচুয়াল ফান্ডে টাকা জমানোতেই বেশি উৎসাহ পাচ্ছেন এবং রিটার্নও ভাল পাচ্ছেন। ফলে আমানতের অভাবে সঙ্কটে বহু ব্যাঙ্ক (SBI Amrit Vrishti Scheme) আর এই সমস্যা কাটাতেই নতুন ডিপোজিট স্কিম নিয়ে হাজির হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI FD)। শুধু তাই নয়, নতুন স্কিম চালু করেছে ব্যাঙ্ক অফ বরোদাও।


স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অফ বরোদা নির্দিষ্ট মেয়াদের জন্য নতুন ডিপোজিট স্কিম চালু করেছে। ব্যাঙ্ক অফ বরোদা চালু করেছে মনসুন ধামাকা ডিপোজিট স্কিম। এই আমানত প্রকল্পের অধীনে ৩৩৩ ও ৩৯৯ দিনের স্থায়ী আমানতে ৭.১৫ এবং ৭.২৫ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে। প্রবীণ নাগরিকরা এই স্কিমে অতিরিক্ত ০.৫ বেসিস পয়েন্ট সুদ বেশি পাবেন। ১৫ জুলাই থেকে শুরু হয়ে গিয়েছে ব্যাঙ্ক অফ বরোদার এই ধামাকা অফার।


স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও চালু করেছে 'অমৃত বৃষ্টি প্রকল্প' (SBI Amrit Vrishti Scheme)। এটি একটি বিশেষ আমানত প্রকল্প যেখানে সাধারণ মানুষরা ৪৪৪ দিনের ফিক্সড ডিপোজিটে ৭.২৫ শতাংশ সুদ পাবেন। স্টেট ব্যাঙ্কেও বিগত ১৫ জুলাই থেকে চালু করেছে এই বিশেষ প্রকল্প। ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত চালু থাকবে এই স্কিম, অর্থাৎ এই দিন পর্যন্ত এই বিশেষ স্থায়ী আমানত প্রকল্পে আবেদন করতে পারবেন আপনিও। এক্ষেত্রে প্রবীণ নাগরিকরা পাবেন ৭.৭৫ শতাংশ সুদ।


২০২৪-২৫ সালের প্রথম ত্রৈমাসিকের রিপোর্টে ব্যাঙ্কগুলি জানিয়েছে যে, যে হারে ঋণ দিচ্ছে ব্যাঙ্কগুলি, সেই গতিতে আমানত আসছে না। অর্থাৎ ক্রেডিট বাড়লেও ডিপোজিট বাড়ছে না সেভাবে। ফিক্সড ডিপোজিটের বদলে মানুষ তাদের কষ্টার্জিত অর্থ SIP-র মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছে। আর এটাই ব্যাঙ্কে আমানত হ্রাসের অন্যতম কারণ।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Stocks To Buy: দারুণ রিটার্ন দিতে পারে টায়ার প্রস্তুতকারী সংস্থার এইসব স্টক, কেনা আছে ?