Sensex Today on 26 July: এই সপ্তাহের শেষ ট্রেডিং দিনে গতি ফিরল বাজারে। স্বস্তি পেলেন বিনিয়োগকারীরা। বিগত ৪ দিন ধরে টানা পতন চলেছে বাজারে আর আজকের বাজারে এই পতনে ছেদ পড়ল। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (Stock Market Today) সূচক নিফটি ৫০ আজ সর্বকালীন উচ্চতায় বন্ধ হয়েছে। সেনসেক্স ১৩৫০ পয়েন্ট বেড়ে গিয়েছে। বাজারে আইটি, অটো, কনজিউমার ডিউরেবলস, ফার্মা স্টকগুলিতে বিপুল কেনাকাটা করেছে বিনিয়োগকারীরা। নিফটি আজ ৪৪৪ পয়েন্ট বেড়ে ২৪,৮৫০-এর স্তরে বন্ধ হয়েছে। আজকের বাজারে বিনিয়োগকারীদের সম্পদ বেড়েছে ৭ লক্ষ কোটি টাকা। বম্বে স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন আজ ৪৫৬.৯০ লাখ কোটিতে বন্ধ হয়েছে।
ফার্মা-হেলথকেয়ার-আইটিতে ব্যাপক কেনাকাটা
নিফটি ৫০ আজ সর্বকালীন উচ্চতায় বন্ধ হয়েছে বাজার। এখানে ৫০টি স্টকের মধ্যে ৪৭টি স্টকের দাম সবুজে ক্লোজিং দিয়েছে। আজকের বাজারে যে সমস্ত স্টকগুলি বেড়েছে তাঁর মধ্যে রয়েছে শ্রীরাম ফিনান্স ৯.১৮ শতাংশ, ডিভিস ল্যাব বেড়েছে ৫.৩৬ শতাংশ, সিপলা বেড়েছে ৫ শতাংশ। অন্যদিকে ভারতী এয়ারটেল, অ্যাপোলো হসপিটাল, আদানি এন্টারপ্রাইজ, আদানি পোর্টসের শেয়ার যথাক্রমে বেড়েছে ৪.৫০, ৪.৩৭, ৩.৬০ এবং ৩.৭৫ শতাংশ বেড়েছে। উইপ্রোর শেয়ারেও আজ ৩.৫৪ শতাংশ বেড়েছে দাম। তবে ওএনজিসি ১.২৫ শতাংশ, টাটা কনজিউমার ০.৮১ শতাংশ, নেসলে ০.১৫ শতাংশ পতনে বন্ধ হয়েছে।
প্রায় সব সেক্টরেই উত্থান আজ
আজকের বুলিশ বাজারের জন্য সমস্ত সেক্টরের সূচকই সবুজে বন্ধ হয়েছে। সবথেকে বেশি বেড়েছে নিফটি আইটি, অটো, ব্যাঙ্কিং, ফার্মা, হেলথকেয়ার, এনার্জি, মেটাল, কনজিউমার ডিউরেবলস, রিয়েল এস্টেটের স্টকগুলিতে গতি এসেছে আজ।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Home Loan: বাড়ি-ফ্ল্যাট কেনার জন্য ঋণ নেবেন ? এই ব্যাঙ্কগুলিতে ৯ শতাংশেরও কম সুদে মিলবে ঋণ