কলকাতা: হাসপাতাল থেকে ছাড়া পেলেন অনিকেত মাহাতো (Aniket Mahato)। অনিকেতের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সিদ্ধান্ত। টানা অনশনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অনিকেত। ৭ দিন পর হাসপাতাল থেকে মুক্তি। 


১০ দফা দাবিতে জীবন বাজি রেখে লড়াই, ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশনের ত্রয়োদশীতেও মনের জোর অটুট। যদিও শরীর ভাঙতে শুরু করেছে। ধর্মতলা ও উত্তরবঙ্গ মিলিয়ে হাসপাতালে ভর্তি ৬ জন। অনশন চালিয়ে যাচ্ছেন ৮ জন জুনিয়র ডাক্তার। গত ৬ অক্টোবর থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও চলছে অনশন। গত চারদিন ধরে অনশন করছেন ENT বিভাগের দ্বিতীয় বর্ষের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি সন্দীপ মণ্ডল। অসুস্থ হয়ে উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজে ভর্তি রয়েছেন দুই জুনিয়র ডাক্তার আলোক ভার্মা ও সৌভিক বন্দ্যোপাধ্যায়। ১০ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনে অনড় তাঁরা। কবে সাড়া দেবে রাজ্য সরকার? কবে কাটবে অচলাবস্থা? রফা সূত্র এখনও অধরা। এই আবহে এবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো। 


শারীরিক পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায়, গত বৃহস্পতিবার রাতে ভর্তি করা হয় আর জি কর হাসপাতালে। ICU-তে রেখে তাঁর চিকিৎসা শুরু হয়। ধর্মতলার ধর্নাস্থলে থাকা চিকিৎসকরাই মাঝরাতে অনিকেতকে আর জি কর হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন।  অনশন মঞ্চ থেকে অ্যাম্বুল্যান্সে তুলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে ১২টা নাগাদ অনিকেত মাহাতোকে নিয়ে আর জি কর মেডিক্যালে পৌঁছয় অ্যাম্বুল্যান্স। টানা অনশনে জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর শারীরিক অবস্থার যে অবনতি হচ্ছে, সেকথা জানিয়েছিলেন আর জি কর মেডিক্যালের চিকিৎসক সৈকত নিয়োগী। তিনি জানিয়েছিলেন, লাগাতার অনশনের প্রভাব পড়তে শুরু করেছে অনিকেতের কিডনি ও লিভারে। শারীরিক অবস্থার অবনতি হলেও অনশন থেকে সরে আসতে রাজি ছিলেন না অনিকেত। পরে অবস্থার আরও অবনতি হওয়ায় শেষমেশ ভর্তি করা হয় অরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। ওই হাসপাতালেরই জুনিয়র চিকিৎসক তিনি। অবশেষে ৭ দিন পর হাসপাতাল থেকে ছুটি পেলেন তিনি। 


হাসপাতাল থেকে ছাড়া পেয়ে চিকিৎসক অনিকেত মাহাতো বলেন, " ৯ অগাস্টের ঘটনাতেও দেখেছিলাম পুলিশি নিস্ক্রিয়তার বিষয়টি। সেই নিস্ক্রিয়তার জায়গা থাকা চলবে না। একটা মেডিক্যাল কলেজে এই ধরনের ঘটনা ঘটল। বাকি জায়গাগুলোতেও একই জিনিস দেখছি। এই ধরনের ঘটনা ঘটলে প্রশাসনের জিরো টলারেন্স নীতি নেওয়া উচিত। সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। এই ধরনের ঘটনা ঘটলে প্রতিবাদ করতে হবে।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Lottery News: 'লক্ষ্মী' ঘরে আসতেই উড়েছে ঘুম, বিছানা নিয়ে থানায় বাস যুবকের