Share Market Crash: মার্কিন দুনিয়ার একজন শীর্ষ স্থানীয় অর্থনীতিবিদ সম্প্রতি সতর্কবার্তা দিয়েছেন যে ২০০৮ সালের বিশ্বব্যাপী মন্দার থেকেও বড় পতন আসতে চলেছে। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালেই শেয়ার বাজারে (Stock Market Crash) নেমে আসবে বড় পতন। মার্কিন সংবাদমাধ্যমে কথা বলার সময় অর্থনীতিবিদ হ্যারি ডেন্ট (Stock Market Crash Warning) সতর্ক করে দেন যে, এখন যা চলছে সবই একটা বাব্ল বা বুদবুদ। এখনও তা ফেটে যায়নি, তবে আগামীতে বিশ্বব্যাপী মন্দার থেকেও বড়সড় পতন আসতে পারে বাজারে।
হার্ভার্ড বিজনেস স্কুলের প্রাক্তনী অর্থনীতিবিদ হ্যারি ডেন্ট (Harry Dent) জানান যে, ১৯২৫ থেকে ১৯২৯ সাল পর্যন্ত একটা ন্যাচারাল বাব্ল ছিল। বাইরে থেকে কোনও ঘটনার প্রভাব পড়েনি। তবে এখন একেবারে নতুন কিছু ঘটছে। আপনি যদি হ্যাংওভার কাটাতে চান, তাহলে আপনি কী করবেন ? আরও বেশি করে পান করবেন আর এখানেও তাই হচ্ছে। অতিরিক্ত টাকা দিয়ে অর্থনীতি আরও শক্তিশালী করে তোলা হচ্ছে, এতে দীর্ঘমেয়াদে ভাল ফল মিলতে পারে ঠিকই, কিন্তু আমরা সেটা বুঝতে পারব যখন এই বুদবুদ ফেটে যাবে।'
হ্যারি ডেন্ট লক্ষ করেছেন যে, বেশিরভাগ বুদবুদ ৫ থেকে ৬ বছর ধরে চলে। আর এখনকার অবস্থা চলছে টানা ১৪ বছর ধরে। ফলে ২০০৮ সালের থেকেও বড় কোনও পতন আসছে এমনটাই আশঙ্কা করা যায়, জানান হ্যারি ডেন্ট। ২০০৮ সালের থেকেও গভীর মন্দার দিকে নিয়ে যেতে পারে এই ঘটনা। তিনি বলেন, 'আমার মনে হয় S&P ৮৬ শতাংশ এবং NASDAQ ৯২ শতাংশ পর্যন্ত নিচে নেমে যেতে পারে। এনভিডিয়ার মত হিরো স্টকও ৯৮ শতাংশ পর্যন্ত নেমে যেতে পারে। বিনিয়োগকারীরা আগামী বছরের মাঝামাঝি সময় থেকে পতন দেখতে পাবেন।' আর এই বুদবুদ কৃত্রিমভাবে তৈরি করার জন্য হ্যারি ডেন্ট সরকারকেই দায়ী করেন সর্বাগ্রে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত সব তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )
আরও পড়ুন: Stock Market Updates: দুপুরেই পড়বে বাজার ? আইটি স্টকে ভর করে নতুন উচ্চতায় সেনসেক্স