HMD Phones: ভারতে লঞ্চ হয়েছে এইচএমডি ১১০ (HMD 110) এবং এইচএমডি ১০৫ (HMD 105) - এই দুই নতুন স্মার্টফোন। এইচএমডি সংস্থার এই ফোনগুলি হল ফিচার ফোন। এই প্রথম এইচএমডি সংস্থা নিজেদের ব্র্যান্ডের ফিচার ফোন লঞ্চ করেছে ভারতে। একাধিক রঙে পাওয়া যাবে এই দুই ফোন। আর এইচএমডি সংস্থার এই দুই ফোনের দাম একদম সাধ্যের মধ্যে রয়েছে। ফিচার ফোন হলেও এইচএমডি ১১০ এবং এইচএমডি ১০৫- দুই ফোনেই রয়েছে বড় আকার-আয়তনের ডিসপ্লে এবং ভয়েস অ্যাসিসট্যান্ট সাপোর্ট। এর পাশাপাশি রয়েছে ইন-বিল্ট ইউপিআই অ্যাপে। তার ফলে হাতে ফিচার ফোন থাকলেও ইউজাররা এর সাহায্যে স্মার্টফোনের মতোই অনলাইন পেমেন্ট করতে পারবেন। ব্যাটারির দিকেও নজর দিয়েছে এইচএমডি সংস্থা। দুটো ফোনেই রয়েছে শক্তিশালী ব্যাটারি। তাই একবার পুরো চার্জ দিলে প্রায় ১৮ দিন পর্যন্ত স্ট্যান্ড বাই টাইম পাওয়া যাবে। এইচএমডি ১১০ ফোনে একটি রেয়ার ক্যামেরা ইউনিটও রয়েছে। 


ভারতে এইচএমডি ১১০ এবং এইচএমডি ১০৫- এই দুই ফোনের দাম কত এবং কোথা থেকে কেনা যাবে ও কী কী রঙে পাওয়া যাবে 


এইচএমডি ১১০ ফোনের দাম ১১১৯ টাকা। অন্যদিকে এইচএমডি ফোনের দাম ৯৯৯ টাকা। অনলাইনে এইচএমডি সংস্থার ওয়েবসাইট, বিভিন্ন ই-কমার্স সংস্থা সাইট এবং অফলাইনে বিভিন্ন রিটেল স্টোর থেকে এই দুই ফোন কেনা যাবে। এইচএমডি ১১০ ফোন কেনা যাবে কালো এবং সবুজ রঙে। অন্যদিকে এইচএমডি ১০৫ ফোন কেনা যাবে কালো, নীল এবং পার্পল রঙে। 


এইচএমডি ১১০ এবং এইচএমডি ১০৫ ফোনে কী কী ফিচার রয়েছে, দেখে নিন একনজরে 



  • এইচএমডি সংস্থার এই দুই ফিচার ফোনে রয়েছে ফোন টকার, অটো কল রেকর্ডিং, এমপিথ্রি প্লেয়ার এইসব ফিচারের সাপোর্ট। এই দুই ফোনেই রয়েছে ওয়্যারড এবং ওয়্যারলেস এফএম রেডিওর সাপোর্ট। 

  • এইচএমডি ১০৫ ফোনে ডুয়াল এলইডি ফ্ল্যাশ ইউনিট রয়েছে। অন্যদিকে এইচএমডি ১১০ ফোনে একটি রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। এইচএমডি সংস্থার এই দুই ফোনের ক্যামেরা ফিচার এখনও সম্পূর্ণ ভাবে প্রকাশ্যে আসেনি। 

  • এই দুই ফিচার ফোনেই রয়েছে ইন-বিল্ট ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ ইউপিআই অ্যাপ। এর সাহায্যে ইউজাররা ফোনের মাধ্যমেই সুরক্ষিত উপায়ে আর্থিক লেনদেন করতে পারবেন।

  • এইচএমডি ১১০ এবং এইচএমডি ১০৫- এই দুই ফোনে রয়েছে ১০০০ এমএএইচ ব্যাটারি। একবার পুরো চার্জ দিলে স্ট্যান্ডবাই টাইম ১৮ দিন পর্যন্ত। 

  • এইচএমডি সংস্থার এই দুই ফিচার ফোনে রয়েছে সর্বোচ্চ ৯টি স্থানীয় ভাষার সাপোর্ট। ইনপুটের ক্ষেত্রে এইসব ভাষা সাহায্য করবে। তবে রেন্ডারিংয়ের জন্য রয়েছে ২৩টি ভাষা। 


আরও পড়ুন- ভারতে আসছে রিয়েলমি জিটি ৬, লঞ্চের আগেই জেনে নিন কেমন হতে চলেছে এই ফোন 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।