Share Market: মার্কিন বাজারে পতনের প্রভাব পড়ল ভারতের বাজারে। বৃহস্পতিবার এক্সপায়ারির আগেই  ফের ধস নামল দালাল স্ট্রিটে।বাজার বিশেষজ্ঞরা বলছেন, এই অবস্থা থাকতে পারে বৃহস্পতিকবারেও। সেই ক্ষেত্রে কালও ফ্ল্যাট নোটে বন্ধ থাকতে পারে বাজার।  


Stock Market Update: আজ বাজারের কী অবস্থা ?
বুধবারের ট্রেডিং সেশন ভারতীয় শেয়ার বাজারের জন্য অত্যন্ত হতাশাজনক ছিল। বিনিয়োগকারীদের মুনাফা বুকিং ও বিক্রির কারণে, সেনসেক্স 1,000 পয়েন্টের বেশি পড়েছে।  যেখানে নিফটি 300 পয়েন্টের বেশি পড়েছিল। কোনও খাতই বিক্রির কবল থেকে রেহাই পায়নি। আজকের লেনদেন শেষে BSE সেনসেক্স 59,755 এ বন্ধ হয়েছে। আজ 60,000 পয়েন্টের নিচে 912 পয়েন্ট কমে বন্ধ হয় সেনসেক্স। একই পরিস্থিতি হয় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের। যেখানে নিফটি 275 পয়েন্টের নিচে 17,550 পয়েন্টে বন্ধ হয়েছে।


Share Market: কোন খাতের কী অবস্থা ?
আজকের লেনদেন সেশনে বাজারে সব খাতের শেয়ারের দরপতন হয়েছে। ব্যাঙ্কিং, আইটি, অটো, মেটালস, ফার্মা, এনার্জি, ইনফ্রা কনজিউমার ডিউরেবলস সেক্টরের শেয়ার বন্ধ হয়ে গেছে। মিডক্যাপ ও স্মলক্যাপ স্টকগুলিও লোকসানে বন্ধ হয়েছে। 50টি নিফটি স্টকের মধ্যে 47টি স্টক কমেছে।


যেখানে মাত্র 3টি স্টক লাভের সঙ্গে বন্ধ হয়েছে৷ 30টি সেনসেক্স স্টকের মধ্যে মাত্র 1টি স্টক গতি লাভ করেছে, পাশাপাশি 29টি স্টক ক্ষতিতে বন্ধ হয়েছে। আজ ব্যাঙ্ক নিফটিতে সবচেয়ে বেশি পতন ছিল। এই সূচকটি 1.73 শতাংশ পতনের সঙ্গে 39,974 পয়েন্টে বন্ধ হয়েছে। বাজারে আজ, 3606টি শেয়ারের মধ্যে, মাত্র 953টি শেয়ার বেড়েছে, 2520টি শেয়ার কমেছে।


Stock Market Update:আজ বাজারে বুলিশ স্টক
আজকের ট্রেডিং সেশনে, শুধুমাত্র আইটিসি শেয়ার 0.42 শতাংশ, বাজাজ অটো 0.09 শতাংশ ও ডিভিস ল্যাব 0.07 শতাংশ বেড়ে বন্ধ হয়েছে৷ যেখানে আদানি এন্টারপ্রাইজ 10.58 শতাংশ, আদানি পোর্টস 6.19 শতাংশ, গ্রাসিম 3.61 শতাংশ, বাজাজ ফাইন্যান্স 2.83 শতাংশ কমেছে।


Share Market: বিনিয়োগকারীদের ক্ষতি
আজকে ট্রেডিং সেশনে বিনিয়োগকারীদের বিপুল ক্ষতি হয়। একটি ট্রেডিং সেশনে বিনিয়োগকারীদের 4 মিলিয়ন কোটির ক্ষতি হয়েছে। যা চিন্তার বিষয় বলে মনে করছে বাজার বিশেষজ্ঞরা। কারণ বৃহস্পতিবার এক্সপায়ারির দিনে ফের ধস নামতে পারে দালাল স্ট্রিটে।


আরও পড়ুন : FD Rates: দেশের বড় ব্যাঙ্কগুলি দিল সুখবর, HDFC,SBI,PNB ফের বাড়াল সুদ