Share Market Today: টানা ৪টি ট্রেডিং সেশনে পড়ল বাজার  বৃহস্পতিবারও হতাশ হলেন বিনিয়োগকারীরা। এবারও ঘুরে দাঁড়াল না স্টক মার্কেট (Stock Market)। স্বাভাবিকভাবেই লোকসভা ভোটের (Loksabha Election) আগে বাজারের এই ছন্দ পতনে চিন্তা বাড়ল ইনভেস্টারদের (Investment)।


কত ক্ষতি হয়েছে কোম্পানিগুলির


ভারতের শেয়ার বাজারে এই পতনের কারণে বিনিয়োগকারীরা সম্পদ 9.30 লক্ষ কোটি টাকা হারিয়েছে। বৃহস্পতিবার, 18 এপ্রিল, ভারতীয় বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলির মার্কেট ক্যাপ কমে 392.89 লক্ষ কোটি টাকা হয়েছে, যা 10 এপ্রিল, 2024-এ ছিল 402.16 লক্ষ কোটি টাকা।


এপ্রিল 10 তারিখে, BSE সেনসেক্স ইতিহাস তৈরি করে এবং প্রথমবারের মতো 75,000-এর অঙ্ক স্পর্শ করতে সক্ষম হয়। সূচকটি 75038-এর অঙ্কে বন্ধ হয়। কিন্তু এর পরে চারটি সেশনে সেনসেক্স 2500 পয়েন্টেরও বেশি কমে গেছে। বাজার তাই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটিও 750 পয়েন্টের বেশি কমে গেছে।


শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলির বাজার মূলধন ছিল 10 এপ্রিল 402.16 লক্ষ কোটি টাকা, যা 18 এপ্রিল 392.89 লক্ষ কোটি টাকায় নেমে এসেছে৷ এর মানে হল যে বাজারে মাত্র চারটি ট্রেডিং সেশনে, বিনিয়োগকারীরা ক্ষতির সম্মুখীন হয়েছেন৷ 9.27 লক্ষ কোটি টাকা।


 কোথা থেকে এই পতনের শুরু


13 এপ্রিল শনিবার গভীর রাতে ইরান ড্রোন মিসাইল দিয়ে ইজরাইল আক্রমণ করেছিল। মধ্যপ্রাচ্যে এই বর্ধিত উত্তেজনার কারণে সোমবার ১৫ এপ্রিল থেকে বিশ্ববাজারে ক্রমাগত পতন দেখা যাচ্ছে। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে 26 মাস ধরে যুদ্ধ চলছে এবং ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বিশ্বজুড়ে আর্থিক বাজারে উদ্বেগ বাড়িয়েছে।


কেন ভারতের বাজারে এই ধস 


অপরিশোধিত তেলসহ অন্যান্য পণ্যের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই গ্লোবাল সাপ্লাই চেইনও প্রভাবিত হতে পারে। যার জেরে সারা বিশ্বের শেয়ারবাজারে পতন লক্ষ্য করা যাচ্ছে। আমেরিকায় মুদ্রাস্ফীতির হার বৃদ্ধির পর সেখানে কেন্দ্রীয় ব্যাঙ্কের সুদের হার কমানোর সম্ভাবনাও শেয়ারবাজারের পতনের একটি বড় কারণ। সেই কারণে ভারতীয় শেয়ার বাজারেও ধস নেমেছে।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )


Bank FD Rate: স্টেট ব্যাঙ্ক ছাড়াও এই ব্যাঙ্কগুলিতে বদলে গেল ফিক্সড ডিপোজিটে সুদের হার, এখন কত বেশি পাবেন ?