কলকাতা : ভারতের ভোটার লিস্টে বাংলাদেশি জঙ্গি মহম্মদ শাদ রাডি। স্থানীয় সূত্রে খবর, ১০ বছর আগে এদেশে ঘাঁটি গেড়েছিল ধৃত এই জঙ্গি। বাংলাদেশ থেকে সরাসরি মুর্শিদাবাদে চলে আসে মহম্মদ শাব শেখ ! হরিহরপাড়ার কেদারতলায় দাদুর বাড়িতে ওঠে। দু-দুটি ভোটার কার্ডের পাশাপাশি ভারতে এসে আধার কার্ড এমনকী পাসপোর্টও বানিয়ে নিয়েছিল মহম্মদ শাব শেখ। স্থানীয় সূত্রে খবর, হরিহরপাড়া থেকে ধৃত জঙ্গি চলে যায় নওদার দুর্লভপুরে, পিসির বাড়িতে। সেখানে প্রথমে পোশাকের দোকান এবং পরবর্তীকালে ছাগলের ফার্ম খোলে। কখনও কেউ ঘুণাক্ষরেও টের পায়নি, বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে ঢুকে পড়া এই ব্যক্তির আসল উদ্দেশ্য।


ব্যক্তি এক। কিন্তু ভোটার তালিকায় নাম দুই জায়গায় ! ভারতে ঢুকে দু'টি বিধানসভার পৃথক দুই ঠিকানায় ভোটার কার্ড বানিয়ে ফেলেছিল ধৃত জঙ্গি, আনসারুল্লা বাংলা টিমের সদস্য মহম্মদ শাদ রাডি ওরফে মহম্মদ শাব শেখ ! মুর্শিদাবাদের দুই বিধানসভা, হরিহরপাড়া ও নওদার দুই ঠিকানায়, ভোটার লিস্টে নাম তোলে সে। এখানেই শেষ নয়, স্থানীয় সূত্রে খবর, ১০ বছর আগে এদেশে ঘাঁটি গেড়েছিল ধৃত এই জঙ্গি। বাংলাদেশ থেকে সরাসরি মুর্শিদাবাদে চলে আসে মহম্মদ শাব শেখ ! হরিহরপাড়ার কেদারতলায় দাদুর বাড়িতে ওঠে। দু-দু'টি ভোটার কার্ডের পাশাপাশি ভারতে এসে আধার কার্ড, এমনকী পাসপোর্টও বানিয়ে নিয়েছিল মহম্মদ শাব শেখ। 


স্থানীয় সূত্রে খবর, হরিহরপাড়া থেকে ধৃত জঙ্গি চলে যায় নওদার দুর্লভপুরে, পিসির বাড়িতে। সেখানে প্রথমে পোশাকের দোকান এবং পরবর্তীকালে ছাগলের ফার্ম খোলে। 


তবে কখনও কেউ ঘুণাক্ষরেও টের পায়নি, বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে ঢুকে পড়ে, জাল নথি দিয়ে একের পর এক ভারতীয় পরিচয়পত্র তৈরি করে ফেলা মহম্মদ শাব শেখের আসল নাম হচ্ছে মহম্মদ শাদ রাডি। আদতে সে বাংলাদেশের বাসিন্দা এবং সেখানকার জঙ্গি গোষ্ঠী আনসারুল্লা বাংলা টিমের একজন সক্রিয় সদস্য। 


এখানেই শেষ নয়, ভারতীয় পরিচয়পত্র তৈরির পর, পরিযায়ী শ্রমিক সেজে সে পাড়ি দেয় কেরলে। আর এই তথ্য সামনে আসার পর বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য জাতীয় নির্বাচন কমিশনকে ট্যাগ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। তিনি দাবি করেছেন, অভ্যন্তরীণ নিরাপত্তা ও নির্বাচনের অখণ্ডতা বজায় রাখতে পশ্চিমবঙ্গে অবিলম্বে ভোটার তালিকার ঝাড়াই বাছাই করতে হবে।  


অমিত মালব্যর চাঞ্চল্যকর দাবি, শাদ রাডি তৃণমূলের ভোটার। তিনি বলেছেন, এটা হিমশৈলের চূড়ামাত্র। ক্ষমতায় টিকে থাকতে অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটাধিকারের সুযোগ করে দিয়ে তাদের ভোটব্যাঙ্কে পরিণত করেছে তৃণমূল। 


বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে অনুপ্রবেশ নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে। আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চাপানউতোরও।