Stock Market Update: আশা জাগিয়ে লেনদেন শুরু শেয়ার বাজারে। এদিন লেনদেনের শুরু থেকেই আইটি ও মেটালসের শেয়ারের তেজি ভাবের হাত ধরে সূচকে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। সবমিলিয়ে সবুজ সঙ্কেত নিয়েই এদিন শেয়ার বাজারে লেনদেন শুরু হয়েছে। আজ বাজারের প্রি-ওপেনিংয়েই ইতিবাচক সঙ্কেত থেকে স্পষ্ট হয়ে গিয়েছিল যে, স্টক মার্কেটের সূচনা গ্যাপ-আপের সঙ্গেই হবে। ইউক্রেন-রাশিয়া সংকটের ফলে গতকাল শেয়ার বাজারে সূচকের বড়সড় পতন দেখা গিয়েছিল। কিন্ত এদিন আন্তর্জাতিক বাজারে মনোভাবে সংশোধন দেখা যাচ্ছে। আর তার প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারেও।
আজ শেয়ার বাজারে বম্বে স্টক এক্সচেঞ্চের সূচক সেনসেক্সের শুরু হয়েছে ৩০০-র বেশি পয়েন্ট বৃদ্ধির সঙ্গে। সেনসেক্স ৩৩৩ পয়েন্ট অর্থাৎ ০.৫৮ শতাংশ বেড়ে ৫৭,৬৩৩ পয়েন্টে খোলে। ব্যতিক্রম হয়নি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটিতেও। নিফটিও ১০০ পয়েন্ট বেড়ে ১৭,১৯৪ পয়েন্টে লেনদেন শুরু করে।
প্রি-ওপেনিংয়ে শেয়ার বাজার সামান্য তেজিভাব নিয়ে লেনদেন শুরু করে। এনএসই-র নিফটি ৭০ পয়েন্ট বেড়ে ১৭,১৬১-র স্তরে লেনদেন শুরু করে। বিএসই-র সেনসেক্স ৩১৭.২৫ পয়েন্ট অর্থাৎ ০.৫৫ শতাংশ বেড়ে ৫৭,৬১৭ পয়েন্টে লেনদেন শুরু হয়।
এশিয়ার শেয়ার বাজারেও আজ তেজিভাব দেখা যাচ্ছে। সাংঘাই কম্পোজিট, তাইওয়ান, কস্পিতে রয়েছে চাঙ্গাভাব। জাপানের নিক্কেইয়ে উত্থান নেই এবং স্ট্রেট টাইমসে দেখা গিয়েছে লাল সংকেত। হংকংয়ের হ্যাংস্যাংয়েও ভালো উর্ধ্বগতি রয়েছে।
দেশের শেয়ার বাজারে মিড ক্যাপ শেয়ারগুলির লেনদেন ইতিবাচকভাবেই হচ্ছে। নিফটি মিডক্যাপ ইনডেক্স ০.৯৬ শতাংশ বেড়েছে এবং স্মল ক্যাপ শেয়ারও ১.৫৯ শতাংশ বেড়েছে।
নির্দিষ্ট স্টকের প্রসঙ্গে বলা যায়, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক নিফটিতে সবচেয়ে বেশি বেড়েছে। এই স্টক ১.৯৫ শতাংশ বেড়ে হয়েছে ১,৮৭৭.৬৫ টাকা। মারুতি সুজুকি ইন্ডিয়া, এম অ্যান্ড এম, আদানি পোর্টস, ইন্ডাস ইন্ডের শেয়ারের দামও বেড়েছে। অন্যদিকে, ওএনজিসি, এল অ্যান্ড টি, ডিভিস ল্যাব, আইসার মোটর্স, হিন্দুস্তান ইউনিলিভারের মতো স্টকগুলি পিছিয়ে পড়েছে।