Sensex Today: বিশ্বের বাজারে পতনের আবহ, সঙ্কট গ্রাস করল দেশীয় বাজারকেও। আজ সোমবার বাজার খুলতেই বিরাট পতন। বাজার খোলার আগেই আজ প্রি-ওপেনিং মার্কেটে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ৩৪৫০ পয়েন্ট পড়ে এবং নিফটিতে পতন আসে ৭০০ পয়েন্ট। বিশ্বের বাজারে (Stock Market Today) প্রভাব ফেলেছে ইরান ও ইজরায়েলের সংঘাত (Iran Israel Conflict)। ফলে বিদেশি বিনিয়োগকারীদের মনোভাব এখন ইতিবাচক নয় মোটেই। আজ বাজার খুলতেই তাই ভারী পতন আসে। তবুও কিছু কিছু শেয়ারে গতি অটুট আছে আজ।


সকালের সেশনে কেমন ছিল বাজার


আজ সকালে বাজার খুলতেই সেনসেক্সে ৯২৯.৭৪ পয়েন্ট পতন লক্ষ্য করা যায়, অর্থাৎ ১.২৫ শতাংশ কমে যায় ভারতের বাজার। এখন সেনসেক্স ৭৩,৩১৫-তে দাঁড়িয়ে। অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ১৮০.৩৫ পয়েন্ট পড়ে দাঁড়িয়ে আছে ২২,৩৩৯-এর আশেপাশে। ব্যাঙ্ক নিফটির ১২টি শেয়ারের সবকটিই আজ রেড জোনে ট্রেড করছে। এদের মধ্যে পিএনবির শেয়ার (Stock Market Today) সবথেকে বেশি পড়েছে, ২.৪৮ শতাংশ কমেছে এই শেয়ারের দাম।


সেনসেক্সেও ভারী পতনের চাপ


আজ সোমবার সকালের বাজারে সেনসেক্সের ৩০টি শেয়ারের মধ্যে মাত্র ৩টি শেয়ারে সবুজ সঙ্কেত দেখা গিয়েছে। বাকি ২৭টি শেয়ারই রেডজোনে। টিসিএস, নেসলে, এইচসিএল টেক এই তিনটি স্টকে কেবল গতি দেখা গিয়েছে আজ। টাটা মোটরস, টাটা স্টিল, এসবিআই, এনটিপিসি, পাওয়ার গ্রিড কর্পোরেশনের স্টকে সবথেকে বেশি পতন দেখা গিয়েছে।


নিফটিতেও গতি দেখাচ্ছে মাত্র ৪টি শেয়ার


আজ নিফটির অধীনে ৫০টি শেয়ারের মধ্যে মাত্র ৪টি শেয়ার রয়েছে গ্রিন জোনে। হিন্দালকো, ওএনজিসি, টিসিএস ও নেসলের শেয়ারে আজ গতি দেখা গিয়েছে।


এশিয়ান বাজারেও বিপুল পতন এসেছে আজ


শুধু ভারত নয়, বিশ্বের এই সঙ্কটের (Stock Market Today) প্রভাব পড়েছে এশিয়ার বাজারেও। কোসপি, হ্যানসেং, সাংহাই কম্পোজিট, নিক্কেই সব সূচকেই পতন আজ। সব সূচকই আজ রেড জোনে। একদিকে ইরান-ইজরায়েল সংঘাত আর অন্যদিকে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এই দুই মুখ্য কারণেই বাজারে ভারী পতন দেখা গিয়েছে।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Multibagger Stock: ৩ বছরে রিটার্ন ২৯ হাজার শতাংশ, চমকে দেবে এই শেয়ারের মুনাফা