Share Market: সোমে ধীরে হাঁটলেও মঙ্গলে দুরন্ত গতিতে শুরু করল বুলসরা। সকালে প্রি-ওপেনিংয়ে ০.৮০ শতাংশের বেশি উঠে যায় নিফটি। যা স্বাভাবিকভাবেই আমানতকারীদের বিনিয়োগ করতে আকৃষ্ট করে। ট্রেন্ড লাইন বলছে, আজ বিনিয়োগের সেরা দিন হতে পারে বাজারে।
Stock market Opening: প্রি-ওপেনিংয়ে কেমন ছিল বাজার ?
মঙ্গলবার প্রি-ওপেনিংয়ে দুরন্ত গতি দেখায় বাজার। নিফটি ০.৮০ শতাংশের বেশি লাফ দেয়। সেই ক্ষেত্রে বাজারের ইতিবাচক দিকনির্দেশ বিনিয়োগকারীদের আরও উদ্বুদ্ধ করেছে। সকাল সাড়ে ৯ টার আগেই ১৭,৮০০ ছাড়িয়ে যায় নিফটি। ১.২০ শতাংশ বৃদ্ধি পেয়ে নিফটির সূচক ১৮,৮২০-তে চলে যায়। সেখানে সেনসেক্স ১.১৬ শতাংশ গতি নিয়ে ৫৯,৮২০ তে ট্রেড করে।
Share Market: কেন এই সপ্তাহ নিয়ে এত চিন্তা ?
চলতি সপ্তাহেই বড় সিদ্ধান্তের পথে যাবে আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক। মার্কিন মুলুকের মুদ্রাস্ফীতি কমাতে ফেড রেট বৃদ্ধির পথে হাঁটবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। বাজার বিশেষজ্ঞদের আশঙ্কা, এই ফেড রেট ৭৫ থেকে ১০০ বিপিএস বৃদ্ধি করা হতে পারে। এখন থেকেই ৭৫ বিপিএসের কথা ভেবে চলছে আমেরিকার শেয়ার বাজার। তবে রেট ১০০ বিপিএস বৃদ্ধি হলে ডাও জোনসে ধস নামা কেবল সময়ের অপেক্ষা।
Stock market Opening: মার্কিন বাজারের প্রভাব ভারতে
আমেরিকার শেয়ার মার্কেটে ধস নামলে তার মারাত্মক প্রভাব পড়বে নিফটি, সেনসেক্সে। মূলত, ভারতের আইটি কোম্পানিগুলির শেয়ারে ভয়াবহ পতন দেখা যেথে পারে। কারণ, আমেরিকার তথ্য প্রযুক্তি কোম্পানিগুলির থেকে প্রচুর কাজারে বরাত পায় টিসিএস, ইনফোসিসের মতো সংস্থা। সেই ক্ষেত্রে তাদের আর্থিক লেনদেনও হয় ডলারের ভিত্তিতে। তাই ওখানকার মার্কেটে পতন ভারতের বাজারের জন্যও দুঃসংবাদ বয়ে নিয়ে আসবে।
Share Market: কী বলছেন বাজার বিশেষজ্ঞরা ?
তবে বাজার বিশেষজ্ঞদের মতে, মার্কিন বাজারের মতো ধস নামবে না ভারতের শেয়ার মার্কেটে। উল্টে দীপাবলির সময় সর্বোচ্চ স্থানে থাকতে পারে দেশের শেয়ার বাজার। সেই ক্ষেত্রে ১৯,০০০ ছাড়িয়ে যেতে পারে নিফটি।