Share Market Update: বাজার খুলল গ্যাপ ডাউনে, বিশ্ব বাজারের প্রভাব পড়ল ভারতের শেয়ার মার্কেটে। বড় পতনের মধ্যে দিয়ে শুরু হয়েছে সেনসেক্স ,নিফটি। সূচকে দেড় শতাংশ পতনের ফলে অনেকটাই পড়েছে বিভিন্ন ইনডেক্স। তবে সকাল দশটায় সবুজে চলে এসেছে নিফটি আইটি।


Stock Market LIVE: লাল সূচক দিয়েই যাত্রা শুরু
আজ বাজার খোলার সময়, BSE 30-শেয়ার সূচক সেনসেক্স 54,188.21 এ খোলে, 647.37 পয়েন্ট বা 1.18 শতাংশ কমে নিফটি 183.55 পয়েন্ট বা 1.12 শতাংশ পতনের সঙ্গে 16,227.70-তে খোলে। এই গ্যাপডাউন ওপেনিংয়ের কথা অবশ্য আগে থেকেই আঁচ করেছিলেন বিনিয়োগকারীরা।


Share Market Update: সেক্টরাল সূচকের কী অবস্থা
এদিন বাজার খুলতেই সবচেয়ে বড় পতন দেখা গেছে মেটাল স্টকগুলিতে। তারা 2.75 শতাংশের বিশাল পতনের সঙ্গে ব্যবসা করছে। PSU ব্যাঙ্কের শেয়ার 2.26 শতাংশ ও তেল ও গ্যাসের শেয়ারগুলি 2 শতাংশ কমেছে। আজ এনএসইর সব সেক্টরাল সূচকের ধস নেমেছে।


Stock Market LIVE: আজকে যে স্টকগুলি বেড়েছে
আজ এনএসই-তে ইউপিএল 0.82 শতাংশ ও ইনফোসিস 0.51 শতাংশ বেড়েছে৷ পাশাপাশি বাজাজ অটো ও এইচসিএল টেক 0.40 শতাংশে লেনদেন করছে। সঙ্গে বাজাজ ফিনসার্ভ 0.39 শতাংশে লেনদেন করছে।


Share Market Update: এদিন বাজার খোলার আগে স্টক মার্কেট লাল চিহ্নে শুরু করে। NSE-এর নিফটি 183.60 পয়েন্টের পতনের সাথে 16227-এর স্তরে ট্রেড করত শুরু করে। একই সময় BSE-র সেনসেক্স 575 পয়েন্ট পড়ে যায়। 


Stock Market LIVE: আজকের টপ লুজার্স
এদিন বাজারে টেক মাহিন্দ্রা 3.74 শতাংশ, IndusInd ব্যাঙ্ক 2.77 শতাংশ ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ 2.59 শতাংশ পতনের সঙ্গে ব্যবসা শুরু করে। একই অবস্থা হয় টাটা মোটরস 2.57 শতাংশ ও JSW স্টিল 2.47 শতাংশের দুর্বলতার সঙ্গে লেনদেন করে।


Share Market Update: রুপির মূল্য তলানিতে
এদিন সপ্তাহের শুরুতেই ডলারের তুলনায় রুপির রেকর্ড পতন ঘটেছে। 21 পয়সা পতন দেখা গেছে টাকায়। আজ রুপি ডলারে ছিল 77.13 টাকা। শুক্রবার এর মূল্য ছিল প্রতি ডলার 76.92 টাকা।


আরও পড়ুন : Home Loan EMI: গৃহ ঋণ নিয়ে থাকলে পকেটে পড়বে টান, বছরে দিতে হবে এই টাকা