Stock Market Record High: ভারতের শেয়ার বাজারে এই বছরের শুরু থেকেই বিপুল বৃদ্ধি এসেছে এবং ক্রমেই দেশের শেয়ার বাজার নতুন নতুন রেকর্ড গড়ে চলেছে। এত গতি কীভাবে এল বাজারে ? কাদের বিনিয়োগে ফুলে উঠল বাজার ? জানা গিয়েছে দেশীয় বিনিয়োগকারীদের (DII Investment) ব্যাপক সমর্থন রয়েছে এই বছর অর্থাৎ এই বছরই প্রথম বাজারে সবথেকে বেশি বিনিয়োগ করেছে দেশীয় বিনিয়োগকারীরা। গত বৃহস্পতিবারই ভারতের শেয়ার বাজারের (Stock Market Record High) মূলধন পৌঁছে গিয়েছিল ৪০০ লক্ষ কোটি টাকায়।


বিরাট অংশীদারিত্ব দেশীয় বিনিয়োগকারীদের  


আগে একটা সময় পর্যন্ত বাজারে বিদেশি বিনিয়োগ এলেই গতি আসার সম্ভাবনা দেখা যেত, এমনকী বাজারে গতি আসার জন্য বিদেশি বিনিয়োগকারীদের উপরেই নির্ভরশীল থাকতেন অনেকে। FII বা ফরেইন ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের জন্যেই বাজারের উত্থান পতন ঘটতে দেখা যেত। বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর থেকে নিউ ইয়ারের সময়ে বাজার (Stock Market Record High) থেকে টাকা তোলার জন্য প্রতি বছরই ঐ বিশেষ সময়ে বাজারে পতন দেখা যেত। আর এবার ভারতীয় বিনিয়োগকারীরা নিজেদের ক্ষমতা প্রমাণ করলেন। ২০২০ সালের এপ্রিল মাস থেকে এই প্রথম বিপুল হারে বিনিয়োগ এল বাজারে শুধুমাত্র দেশীয় বিনিয়োগকারীদের (DII Investment) কাছ থেকে।


মার্চে নতুন উচ্চতায় উঠেছে বাজার


বৃহস্পতিবার নিফটি ৫০ এই প্রথম ২২,৬১৯-এর স্তরে পৌঁছে নতুন উচ্চতা তৈরি করেছে। আর এই শীর্ষে পৌঁছানোর ক্ষেত্রে দেশের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা একটা বড় ভূমিকা পালন করেছেন। ২০২৪-এ বিগত অর্থবর্ষের শেষে মার্চ মাসেই ভারতের বাজার ফেব্রুয়ারি তুলনায় ১.৬ শতাংশ বেড়ে যায়।


মার্চে কত বিনিয়োগ এসেছে দেশীয় বিনিয়োগকারীদের কাছ থেকে


শুধু মার্চ মাসে ২০২৩-২৪ অর্থবর্ষের শেষে ভারতীয় শেয়ার বাজারে দেশীয় বিনিয়োগকারীরা (DII Investment) মোট ৬.৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে আর এই কারণেই বাজার আরও শক্তিশালী হয়েছে। বিগত ৮ মাস ধরে একইভাবে বিপুল হারে বিনিয়োগ করেছেন দেশীয় বিনিয়োগকারীরা। এই সময়ের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের ছাপিয়ে গিয়েছে দেশীয় বিনিয়োগকারীদের অংশগ্রহণ।


বিপুল হারে খোলা হয়েছে ডিম্যাট অ্যাকাউন্ট


শেয়ার বাজারে দেশীয় বিনিয়োগকারীদের যে আস্থা দিনে দিনে বাড়ছে, তা স্পষ্ট হয় বিগত অর্থবর্ষ থেকে বাজারে দেশীয় বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ার মাধ্যমে। প্রথমবার দেশে বিনিয়োগকারীদের ডিম্যাট অ্যাকাউন্টের সংখ্যা ছাড়িয়েছে ১৫ কোটির সীমা এবং একটা রেকর্ড গড়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Petrol Price: আজ জ্বালানি তেলের দামে কী হেরফের ? রাজ্যের কোথায় সস্তা হল পেট্রোল ডিজেল ?