নয়া দিল্লি: মঙ্গলবার বাজার খুলতেই কিছুটা নিম্নমুখী শেয়ার। সময় যত এগোচ্ছে ততই পারদ চড়ছে রাশিয়া-ইউক্রেন সংঘাতের। এই টান টান পরিস্থিতির রেশ পড়েছে শেয়ার বাজারেও। যদিও স্টক মার্কেট বিশ্লেষকরা জানাচ্ছেন কম দামে শেয়ার কেনার এখন এক সুযোগও রয়েছে।  তবে আজ বেশ কিছু স্টকে বিনিয়োগ করতে পারেন। যা আগামী দিনে হয়ত আপনাকে ভাল রিটার্ন দিতে পারে।


হিরো মোটরকর্প


কোভিড-পরবর্তী বিশ্বে এই সংস্থায় লাভের মুখ দেখতে পারে। সম্প্রতি রঞ্জীবজিৎ সিংকে চিফ গ্রোথ অফিসারের নতুন ভূমিকায় উন্নীত করা হয়েছে। বিপণন, বিক্রয়, বিক্রয়োত্তর এবং যন্ত্রাংশের ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে সংস্থাটি।


টিসিএস


আইটি সংস্থাগুলির মধ্যে এই সংস্থার রাজস্ব ১৮.৫ বিলিয়ন ডলার থেকে বেড়ে ২৫ বিলিয়ন ডলার হয়েছে। যেখানে বাজার মূলধন ২০১৮ এর এপ্রিল থেকে ২০২১ এর সেপ্টেম্বর পর্যন্ত দ্বিগুণ হয়ে ২০০ বিলিয়ন ডলার হয়েছে। TCS এর তরফে জানান হয়েছে যে পরবর্তীতে তা আরও ২৫ বিলিয়ন ডলার বৃদ্ধি পাবে। আসছে নানা প্রজেক্ট। ক্লায়েন্ট, ক্লাউড-ভিত্তিক অফারগুলির দিকে আইটি পরিষেবার দিকেও নজর দেবে তারা। 


এইচডিএফসি ব্যাঙ্ক


ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এইচডিএফসি ব্যাঙ্ক। ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ২ কোটি টাকার কম এফডি-তে (FD) সুদের হার বাড়ানো হয়েছে তাই এইক্ষেত্রে বিনিয়োগ করলে বাড়তি সুবিধা মিলতে পারে বলেই মত। 


বেদান্ত 


রাজস্থানের বার্মের জেলায় তেল উৎপাদনের ক্ষেত্রে একটি বড় সংস্থা। সেই এলাকায় একটি তেলের খনি আবিষ্কার করেছে এই সংস্থা। এটির বাজার মূল্য আগামী দিনে বাড়তে পারে বলেই মত বিশেষজ্ঞদের।


আইডিবিআই ব্যাঙ্ক


সম্প্রতি আইপিও-বাউন্ড লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন চালু করেছে ব্যাঙ্কটি। ইক্যুইটি শেয়ার অধিগ্রহণের পর IDBI ব্যাঙ্ক LIC-এর একটি সহায়ক সংস্থা হয়ে ওঠে। ফলে এই ক্ষেত্রে বিনিয়োগে সফলতা মিলতে পারে।


টাটা গ্রুপের স্টক এবং আদানি গ্রুপের স্টকে বিনিয়োগেও লক্ষ্মীলাভের সম্ভাবনার কথা জানিয়েছেন মার্কেট বিশেষজ্ঞরা।