নয়া দিল্লি: সময় যত এগোচ্ছে ততই পারদ চড়ছে রাশিয়া-ইউক্রেন সংঘাতের। ইউক্রেনের পূর্বপ্রান্তে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় ঢুকতে শুরু করেছে রাশিয়ার সেনা। সোমবারই রুশপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত দোনেত্‍স্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে রাশিয়া। এই টান টান পরিস্থিতির রেশ পড়েছে শেয়ার বাজারেও। মঙ্গলবার শেয়ার বাজার খুলতেই বড় ধস। সেনসেক্স ও নিফটি দুই সূচকেই পতন।


প্রাথমিক ধাক্কায় ১১০০ পয়েন্ট কমল সেনসেক্সের। NSE Nifty 50 সূচক রয়েছে ১৬৯৫০ পয়েন্ট নীচে। S&P BSE Sensex 30 স্টকও লাল তালিকাভুক্ত হয়ে রয়েছে। রাশিয়া-ইউক্রেনের সংঘাত আবহে বিশ্বজুড়েই চিন্তা। এই পরিস্থিতিতে বিনিয়োগ যুক্তিযুক্ত হবে কি না তা নিয়েই সংশয় বাড়ছে বাজারে। তবে এদের মধ্যে L&T, Tech Mahindra, Housing Development Finance Corporation (HDFC), IndusInd Bank, Tata Consultancy Services (TCS), Asian Paints, Reliance Industries Ltd (RIL) এর শেয়ার দর পড়েছে অনেকটাই।                                                  





বিগত বেশ কয়েকদিন যাবত শেয়ারবাজারে পতনের ধারা অব্যাহত রয়েছে। সোমবারেও পরিস্থিতির বিশেষ কিছু বদল হয়নি। সপ্তাহের শুরুতে সেনসেক্স ১৪৯ পয়েন্ট পড়ে গেছিল। পাশাপাশি নিফটিও ৭০ পয়েন্ট হারিয়েছিল। সোমবার সকালে বাজার খোলার সাথে সাথেই শেয়ারবাজারে পতন দেখা যায়। যদিও সেই ধাক্কা সামলে আবার বাজার ঘুরে দাঁড়াতে থাকে। বাজার বন্ধের সময় সেনসেক্স ১৪৯.৩৮ সূচক হারিয়ে ৫৭৬৮৩.৫৯ পয়েন্টে এসে দাঁড়ায়। অন্যদিকে নিফটি বন্ধ হয়েছে এদিন ১৭২০৬.৬৫ পয়েন্টে। শেয়ারবাজারের এই পতন ক্রমশ চিন্তা বাড়াচ্ছে বিনিয়োগকারীদের।                           


 


যদিও স্টক মার্কেট বিশ্লেষকরা জানাচ্ছেন কম দামে শেয়ার কেনার এখন এক সুযোগও রয়েছে।  বিশ্বব্যাপী শেয়ারবাজার দুর্বল হয়ে পড়েছে। এই পরিস্থিতে কেনাকাটার সুযোগ আসতে পারে। তবে বিনিয়োগকারীদের কেনার জন্য তাড়াহুড়ো করার দরকার নেই। এরই মধ্যে বেড়েছে সোনার দামও। যা গত ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ।