নয়াদিল্লি : ভারতে (India Corona) করোনার (Corona) তৃতীয় ঢেউয়ের প্রভাব কি পুরোপুরি অস্তগামী ? চিকিৎসক ও জনস্বাস্থ্য আধিকারিকদের মধ্যে তা নিয়ে চলছে ধোঁয়াশা। একদল স্বস্তির কথা শোনালেও অন্যদল এখনই তা মানতে নারাজ। আর সবপক্ষেরই বার্তা, সতর্কতায় নয় ঢিলেমি। এর মাঝেই দেশে সংক্রমণের রেখচিত্র নিম্নমুখী হলেও হঠাৎ বেড়ে যাওয়া মৃত্যু সংখ্যায় অবশ্য বাড়ল চিন্তা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) জানা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৪০৫ জন। এই সময়পর্বে করোনামুক্ত হয়েছেন ৩৪ হাজার ২২৬ জন। আর গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৩৫ জনের। 


সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছিল, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছিল ২০৬ জনের। তার আগের ২৪ ঘণ্টায় অবশ্য  সংখ্যাটা ছিল ৬৭৩। গতকাল একধাক্কায় করোনায় মৃতের সংখ্যা অনেকটাই কমলেও গত ২৪ ঘণ্টায় তা ফের কিছুটা ঊর্ধ্বমুখী হয়ে চিুন্তা বাড়াল। তবে মৃত্যুহার উদ্বেগ বাড়ালেও স্বস্তি মিলেছে সংক্রমণে নিম্নগামী হারে। গতকালে দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৬ হাজার ৫১ জন। তার আগের দিন সংখ্যাটা ছিল ১৯ হাজার ৯৬৮। আর মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, আগের ২৪ ঘণ্টার রেশ বজায় রেখে আরও প্রায় ৩ হাজারের মতো হ্রাস হল দেশের দৈনিক করোনা সংক্রমণে। দেশে পজিটিভিটি রেট নেমে দাঁড়িয়েছে ১.২৪ শতাংশ।







মঙ্গলবারের পরিসংখ্যান জেরে, আপাতত এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৮১ হাজার ৭৫ জন। এই মুহূর্তে দেশে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা গিয়ে দাঁড়াল ৪ কোটি ২১ লক্ষ ৫৮ হাজার ৫১০ জনে। আর এখনও পর্যন্ত ভারতে মোট ভ্যাকনিসেশনের সংখ্যা পৌঁছে গিয়েছে ১৭৫ কোটির ওপরে।


আরও পড়ুন- সুস্থ হয়েও ফের কোভিড? পিছনে কি ওমিক্রন?