Share Market Update: নিফটি ২০০ ডেইলি মুভিং অ্যাভারেজ (DMA) অতিক্রম করায় চিন্তায় ঘুম ছুটেছিল বিনিয়োগকারীদের। বুধবার নিফটি ঘুরে না দাঁড়ালে মারাত্মক ক্ষতির মুখে পড়ত বাজার। মঙ্গলেই এই অশনি সঙ্কেত পেয়েছিলেন বাজার বিশেষজ্ঞরা। যদিও বুধের বাজার আশ্বস্ত করল আমানতকারীদের । আজ নিফটি ১৭,৪৬৮ পয়েন্ট ছুঁয়েছে। 


Sensex Today: আজ বাজারের কী অবস্থা ছিল ?
ভারতীয় বেঞ্চমার্ক সূচকগুলি আজ ১ মার্চ ইতিবাচক নোটে বন্ধ হয়েছে। এখানে নিফটি ১৭,৪৫০ এর দৌড় থামিয়েছে। বিএসই সেনসেক্স এদিন  চুক্তিতে ৫৯,৪৭৫ এর উচ্চত্র স্কেল স্পর্শ করেছে। শেষে অবশ্য ৫৯,৪১১-তে ৪৪৯ পয়েন্ট বৃদ্ধির সঙ্গে থেমেছে বুলরা। আজ বিএসই বেঞ্চমার্ক তার ৮-দিনের হারানো মান ফিরে পেয়েছে। যেখানে সূচকটি আগে ২,৩৫৮ পয়েন্ট হ্রাস পেয়েছিল।


Stock Market Closing: কী অবস্থা ছিল নিফটির ?
NSE নিফটি 50 সূচকটি এদিন ১৭,৪৫৮-এর উচ্চস্তর ছুঁয়েছে। মঙ্গলবার 200-DMA-এর নিচে চেলে এসেছিল এই সূচক। বাজার বিশেষজ্ঞরা বলছেন, নিফটির একটি গুরুত্বপূর্ণ স্তর রয়েছে ১৭,৩৮৪ পয়েন্ট। বুধবার নিফটি ১৪৭ পয়েন্ট বেড়ে ১৭,৪৫১ পয়েন্টে শেষ হয়েছে।


Axis Bank Update: এই শেয়ারগুলিতে উত্থান
আজ সিটিব্যাঙ্ক ইন্ডিয়ার ব্যবসা অধিগ্রহণ সম্পন্ন করার পরে  Axis Bank-এর শেয়ারে গতি দেখা যায়। সেনসেক্স 30 শেয়ারগুলির মধ্যে ছিল শীর্ষে ছিল এই ব্যাঙ্কের শেয়ার। SBI ও IndusInd ব্যাঙ্কের সঙ্গে স্টক প্রায় ২.৫ শতাংশ বেড়েছে।


Share Market Today: আরও যে স্টকগুলি আজ বেড়েছে
এদিন টেক মাহিন্দ্রা, টিসিএস এবং এইচসিএল টেকনোলজিস অন্যান্য প্রধান লাভকারী স্টক ছিল। আজ প্রতিটি স্টক ২ শতাংশের বেশি বেড়েছে। টাটা স্টিল, মারুতি সুজুকি, টাটা মোটরস, ভারতী এয়ারটেল, উইপ্রো ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের স্টকেও আজ  অন্যান্য বিশিষ্ট লাভকারী স্টক ছিল।


Stock Market Update: বাজার বিশেষজ্ঞরা কী বলছেন ?


বুধে বাজার উঠলেও মান্থলি এক্সপায়ারি রয়েছে বৃহস্পতিবার। তাই নতুন করে ফের কালই পতনের মুখে পড়তে পারে বাজার। অন্তত তেমনই বলছেন বাজার বিশেষজ্ঞরা। সেই ক্ষেত্রে নিফটি ফের ১৭,৩০০ পয়েন্টে সাপোর্ট নিতে পারে। তবে এর নিচে পড়ার আশঙ্কা এখন কম। বিশেষজ্ঞরা বলছেন, আপাতত জিডিপি তথ্য় প্রকাশ্যে আসার পর আর সেভাবে বাজারে ধস নামার আশঙ্কা কম। কারণ ইতিমধ্যেই বাজার বটম তৈরি করেছে।


 


আরও পড়ুন: Cheque Bounce Rule: চেক বাউন্স হলে অন্য অ্যাকাউন্ট থেকে আদায় করা হবে টাকা, নতুন নিয়ম আনছে সরকার !