কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান : পুরভোটের (Municipal Election 2022 ) দিনক্ষণ যত এগিয়ে আসছে, ততই উত্তাপ বাড়ছে জেলায় জেলায়। উঠে আসছে বিরোধীদের প্রতি হামলার অভিযোগ কিংবা দলীয় গোষ্ঠী কেন্দলের খবর। এবার প্রচারে বেরিয়ে মার খেলেন বিজেপি (BJP) প্রার্থী, এমনটাই অভিযোগ। বর্ধমান (Burdwan) শহরের ভাতছালা কলোনির ঘটনা। বর্ধমান পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী অমিতকুমার কুণ্ডুর অভিযোগ, সোমবার রাত ৮টা নাগাদ তিনি যখন বাড়ি বাড়ি প্রচার করছিলেন, তখন তাঁর উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চড়াও হয়।
BJP প্রার্থীকে মারধর করার অভিযোগ ওঠে। পরে পুলিশ উদ্ধার করে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ (Burdwan Medical College) হাসপাতালে নিয়ে গেলে, সেখানে তাঁকে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, ঘটনার সঙ্গে দলের কেউ জড়িত নয়। এরকম কিছু হয়ে থাকলে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।
ঠিক কী ঘটেছিল, বিজেপির দাবি, একা বাড়ি বাড়ি প্রচার করার সময় রাস্তায় বিজেপি প্রার্থীকে মারধর করা হয়। রবিবার রাতে একা একা বাড়িতে প্রচার সাড়ার সময় ভাতছালা কলোনি এলাকায় তৃণমূল দুষ্কৃতীরা তাঁর রাস্তা আটকে তাকে মুখে,বুকে ঘুষি ও পেটে লাথি মারা হয়। এমনকি লাঠি দিয়েও মারা হয় বলে অভিযোগ। বিজেপি প্রার্থীর আরও অভিযোগ এর আগে তাঁকে মনোনয়ন তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হয়। কিন্তু তিনি প্রত্যাহার করেননি। তাঁর দাবি, এলাকায় তাঁর প্রভাব ভাল। তাই তৃণমুল হেরে যাবার ভয়ে আক্রমণ চালিয়েছে।
বিজেপির অভিযোগ অস্বীকার করে তৃণমূলের জেলা মুখপাত্র প্রসেনজিত দাসের দাবি, এই ঘটনার সঙ্গে তৃণমূলের (TMC) কোনও যোগ নেই। থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে। আসলে বিজেপির লোকজন নেই, তাই এসব করে বাজার গরম করার চেস্টা করছে।
সোমবার আরও একটি ঘটনা ঘিরে সরগরম হয়ে ওঠে পূর্ব বর্ধমানে পুরভোটের প্রচার। ' সকাল সকাল ভোট দিন। না হলে নিজের ভোট নিজে দিতে পারবেন না। বোমাবাজি করতে পারে তৃণমূল। ' , প্রচারে বেরিয়ে এভাবেই ভোটারদের সতর্ক করছেন সিপিএম প্রার্থী। পূর্ব বর্ধমানের দাঁইহাট পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন বাম প্রার্থী অনিন্দ্য মণ্ডল। সিপিএম প্রার্থীর সতর্কীকরণ বার্তা নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা। তৃণমূলের অভিযোগ, ' বোমা মারার কথা বলে ভোটারদের ভয় দেখাচ্ছে সিপিএম। ' এ নিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানাবে বলেও জানান তৃণমূল প্রার্থী। বামেদের পাশে দাঁড়িয়ে বিজেপি প্রার্থীর দাবি, ভোটের সময় তৃণমূল সন্ত্রাস চালাতে পারে আশঙ্কা করেই তাড়াতাড়ি ভোট দেওয়ার আবেদন।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
East Burdwan : 'বিজেপি প্রার্থীকে মারধর', কাঠগড়ায় তৃণমূল, পুরভোটের আগে অশান্ত বর্ধমান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Feb 2022 09:19 AM (IST)
Burdwan Municipal Election 2022 : অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, ঘটনার সঙ্গে দলের কেউ জড়িত নয়।
বিজেপি প্রার্থী অমিতকুমার কুণ্ডু
NEXT
PREV
পূর্ব বর্ধমান (purba-bardhaman) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
Published at:
22 Feb 2022 08:06 AM (IST)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -