Share Market Update: আজ বাজারে বদলে যেতে পারে বিনিয়োগকারীদের ভাগ্য। স্টকে বিনিয়োগের আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলি। আজ ফল প্রকাশিত হবে বেশ কয়েকটি কোম্পানির। যার প্রভাব পড়তে পারে সূচকে।


Stock Market Update: আজ ফলাফল প্রকাশিত হবে
বাজাজ অটো, নেসলে ইন্ডিয়া, টাটা কনজিউমার প্রোডাক্টস, এবং এইচডিএফসি এএমসি আজ ফোকাস করবে কারণ কোম্পানিগুলি তাদের চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করবে৷


HDFC ব্যাঙ্ক: HDFC ব্যাঙ্ক সোমবার ঘোষণা করেছে যে এটি সিঙ্গাপুরের মনিটারি অথরিটি (MAS) থেকে রেগুলেটরি ক্লিয়ারেন্স পাওয়ার পরে, HDFC ইনভেস্টমেন্টের সম্পূর্ণ মালিকানাধীন একটি সহযোগী প্রতিষ্ঠান Griha Pte-তে 20% বা তার বেশি অংশীদারিত্ব অর্জন করবে। এর ফলে HDFC ব্যাঙ্ক গৃহ Pte-এর শেয়ার মূলধনের 20% বা তার বেশি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অধিগ্রহণ করবে। 


Reliance Industries/Bharti Airtel: বিশ্লেষকদের মতে, পোস্টপেইড সেগমেন্টে তীব্র প্রতিযোগিতা বাড়লেও চার্জ বৃদ্ধির সম্ভাবনা কম। আসন্ন সাধারণ নির্বাচনের কারণে টেলিকম অপারেটররা চলতি অর্থবছরে শুল্ক বাড়ানোর দিকে ঝুঁকবে না। চার্জ বৃদ্ধি এখন কেবল FY25 এ ঘটতে পারে। 


LIC: জীবন বিমা কর্পোরেশন (LIC) সোমবার জানিয়েছে যে, 2022-23 অর্থবছরের জন্য এর প্রিমিয়াম 17% বেড়ে 2.32 লক্ষ কোটি টাকা হয়েছে। আগের বছরে প্রিমিয়ামের পরিমাণ ছিল ১.৯৯ লাখ কোটি টাকা। এলআইসি-র ডেটা নির্দেশ করে যে বেসরকারী বিমাকারীরা শেষ মুহূর্তের গ্রাহকদের ভিড়ের কারণে মার্চ মাসে যথেষ্ট পরিমাণ প্রিমিয়াম সংগ্রহ করেছে। গ্রাহকরা 1 এপ্রিল নন-লিঙ্কড পলিসির জন্য কর ছাড় প্রত্যাহারের আগে সুবিধাগুলি পেতে চেয়েছিলেন বলে ভিড় লক্ষ্য করা গেছে। এলআইসি একটি বিবৃতিতে বলেছে, সংগৃহীত প্রিমিয়ামের পরিপ্রেক্ষিতে কোম্পানি 2023 সালের মার্চ পর্যন্ত 62.58% মার্কেট শেয়ার ধরে রেখেছে।


Vedanta: অনিল আগরওয়াল-উন্নত বেদান্ত রিসোর্সেস লিমিটেড, বেদান্ত লিমিটেডের মূল সংস্থা, সোমবার ঘোষণা করেছে যে কোম্পানি এপ্রিলে বকেয়া সব মেয়াদি ঋণ ও বন্ড শোধ করেছে। অতিরিক্ত ১ বিলিয়ন ডলার দিয়ে তারা মোট ঋণের পরিমাণ কমিয়েছে ৷ 


আইসিআইসিআই প্রুডেনশিয়াল: আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্স ও বাজাজ অ্যালিয়ানজকে 2017 সাল থেকে কর ফাঁকির জন্য শো-কজ নোটিশ ধরানো হয়েছে। আয়কর বিভাগের তদন্তের অংশ হিসাবে 16 জন বিমাকারীকে প্রায় 5,000 কোটি টাকা বকেয়া ফাঁকি দেওয়ার জন্য এই নোটিস ধারানো হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে এই খবর।


আরও পড়ুন : Aadhaar Update: আধারে আপনার ছবি পছন্দ হচ্ছে না ? এই সহজ কয়েক ধাপে বদলে ফেলুন