SSY Account: কন্যাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকার চালু করেছিল এই সুকন্যা সমৃদ্ধি যোজনা। কন্যা সন্তান জন্মানোর পরে তার ভবিষ্যতের কথা চিন্তা করে আর্থিক নিরাপত্তা দিতেই চালু করা হয়েছিল এই বিশেষ যোজনা। তবে এবার এই স্কিমের (Sukanya Samriddhi Yojana) বেশ কিছু নিয়মে বদল আনতে চলেছে কেন্দ্র সরকার। অর্থনীতি মন্ত্রকের পক্ষ থেকে নতুন গাইডলাইন আনা হয়েছে এবং সমস্ত পোস্ট অফিসগুলিকে এই নির্দেশিকা (SSY Account) মানতে অনুরোধ করা হয়েছে। কী কী বদল এল সুকন্যা সমৃদ্ধি যোজনায় ?


দুটি সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট থাকলে তা অবিলম্বে বন্ধ হবে


অর্থমন্ত্রকের তরফে জানা গিয়েছে এই নতুন নির্দেশিকা সমস্ত ধরনের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলিতে কার্যকর হবে। এই পরিস্থিতিতে যে সমস্ত গ্রাহক সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে বিনিয়োগ করেছেন, তাদের এই নতুন নিয়ম-নীতি সম্পর্কে অবগত থাকা উচিত। এই নতুন গাইডলাইন অনুসারে যে সমস্ত ক্ষেত্রে কন্যার দাদু বা ঠাকুরদাদা তাঁর জন্য সুকন্যা সমৃদ্ধির অ্যাকাউন্ট খুলেছেন, সেই অ্যাকাউন্টগুলি আবশ্যিকভাবে কন্যার বাবা-মা কিংবা আইনি অভিভাবকের নামে ট্রান্সফার করাতে হবে। যদি কোনও ক্ষেত্রে দুটি সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলা হয়, তাহলে তা অবিলম্বে বন্ধ করা হবে। এই ধরনের অ্যাকাউন্ট নীতিবিরোধী বলেই গণ্য করা হবে।


প্যান আধার লিঙ্ক থাকতে হবে সকল গ্রাহকের


অর্থমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে কন্যার অভিভাবকদের প্যান ও আধার কার্ডের লিঙ্ক থাকা আবশ্যিক। যদি তা না করা হয়, তাহলে পোস্ট অফিসের পক্ষ থেকে তাদের প্যান ও আধার নম্বর খুব দ্রুত চেয়ে নেওয়া হবে। এই নতুন নির্দেশিকার ব্যাপারে সকল গ্রাহককে অবগত করানোর নির্দেশ দেওয়া হয়েছে পোস্ট অফিসগুলিকে। এই বিধি অনুসারে অনৈতিক এবং অনিয়মিত সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট পরিচালনার ক্ষমতা এবার থেকে কেবলমাত্র অর্থমন্ত্রকের কাছেই থাকবে। এই পরিস্থিতিতে তাদের দফতরে এই ধরনের অ্যাকাউন্টের কথা জানাতে হবে।


সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে মিলছে ৮.২ শতাংশ সুদ


সুকন্যা সমৃদ্ধি যোজনায় মাসে ২৫০ টাকা থেকে শুরু করে ১.৫ লক্ষ টাকা বার্ষিক জমা করতে পারেন। এই ত্রৈমাসিকে বার্ষিক ৮.২ শতাংশ হারে সুদ দেওয়া হবে এই সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে। কন্যার বয়স ২১ হলেই এই অ্যাকাউন্ট ম্যাচিওর করে যাবে। কন্যার বয়স ১৮ হলেই মোট জমানো টাকার ৫০ শতাংশ তুলে নেওয়া যাবে এই সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট থেকে। এই অ্যাকাউন্ট খোলার জন্য কন্যার জন্মের প্রমাণপত্র প্রয়োজন হবে, এছাড়া অভিভাবকদের প্যান কার্ড ও আধার কার্ডও লাগবে।


আরও পড়ুন: Petrol Price: বিশ্বকর্মা পুজোর দিনে ১০ জেলায় সস্তা হল পেট্রোল ডিজেল, কলকাতায় দাম কি কমল ?