Upcoming IPO: অনেকদিন ধরেই চলছিল জল্পনা। এবার সিলমোহর পড়ার পথে সুইগির আইপিও (Swiggy IPO)। ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম (Food Delivery Platform) সুইগি খুব শীঘ্রই তাদের আইপিও(IPO) লঞ্চ করতে চলেছে। অন্তত তেমনই খবর পাওয়া গেছে বিশিষ্ট সূত্রে। এর আগে নাম পরিবর্তন করেছে কোম্পানিটি । 


কী নামে বদল হয়েছে সুইগির
সুইগি প্রাইভেট লিমিটেড এখন সুইগি লিমিটেডে পরিণত হয়েছে। এই পরিবর্তন থেকে বোঝা যাচ্ছে, এখন সুইগি একটি পাবলিকলি ট্রেড কোম্পানিতে পরিণত হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। সুইগি খুব শীঘ্রই সেবি-তে তার আইপিও সম্পর্কিত নথি জমা দিতে পারে। এই বছরের শেষ নাগাদ কোম্পানিটি তাদের আইপিও (Swiggy IPO) বাজারে আনতে পারে বলে মনে করা হচ্ছে।


কোম্পানির রেজিস্ট্রারকে দেওয়া নথি
রেজিস্ট্রার অব কোম্পানিজকে দেওয়া একটি নথির মাধ্যমে নাম পরিবর্তনের বিষয়টি জানা গেছে। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ফুড ডেলিভারি এবং কুইক কমার্স প্ল্যাটফর্ম সুইগি আইপিওর মাধ্যমে কোম্পানিকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে চায়। কোম্পানি ক্রমাগত তার পরিষেবার পরিধিও প্রসারিত করছে। সম্প্রতি সুইগি জানিয়েছে,  শ্রীনগরের ডাল লেকে হাউসবোটে খাবার পৌঁছে দেবে কোম্পানি।


আইপিওর মূল্য প্রায় ৮০০০ কোটি টাকা হবে
তথ্য বলছে, সুইগি প্রায় 1 বিলিয়ন ডালারের (8000 কোটি টাকা) একটি আইপিও আনবে। সুইগি ছাড়াও এই বছর অনেক নতুন কোম্পানি বাজারে আসবে। এর মধ্যে ওলা ইলেকট্রিক, ফার্স্ট ক্রাই, অফিস এবং হোনাসা কনজিউমারও ড্রাফ্ট পেপার দাখিল করেছে।


২০২৩ সালেই কোম্পানির নাম পরিবর্তন হয়
এর আগেও একবার নাম পরিবর্তন করেছিল সুইগি। আগে কোম্পানিটি Bundl Technologies Pvt Ltd নামে পরিচিত ছিল৷ কোম্পানি তার নামটি ব্যবসার সাথে যুক্ত করতে চেয়েছিল। তাই 2023 সালের ফেব্রুয়ারিতে Swiggy তার নাম পরিবর্তন করে Swiggy Privt Limited রাখে৷ এখন কোম্পানির নতুন নাম হয়েছে সুইগি লিমিটেড। আইপিও চালু করার আগে সুইগি তাদের আর্থিক অবস্থান শক্তিশালী করতে ব্যস্ত। এর কুইক ট্রেডিং প্ল্যাটফর্ম ইন্সটামার্টে প্রচুর নগদ লাগছে। যা এখন কমানোর চেষ্টা করছে কোম্পানি।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )


Gold Rate: একইদিনে দু'বার বদল, কত হেরফের হল সোনার দামে ? দেখে নিন রেটচার্ট