Taj Hotel Cyber Attack: বড়সড় সাইবার হানার মুখে (Cyber Attack) পড়ল হোটেল ইন্ডাস্ট্রি। এবার তাজ হোটেল গ্রুপের (Taj Hotel Group)  ১৫ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি করেছে হ্যাকাররা (Cyber Crime)। এই তথ্য ফেরতের পরিবর্তে হোটেল কর্তৃপক্ষের কাছে বিপুল অঙ্কের টাকা দাবি করেছে সাইবার অপরাধীরা।  


আপনার তথ্য চুরি গেছে কী 
5 নভেম্বর টাটা গ্রুপের মালিকানাধীন তাজ হোটেল গ্রুপে সাইবার হামলা হয়েছে। হ্যাকাররা তাজ হোটেলের প্রায় 15 লাখ গ্রাহকের ডেটা আছে বলে দাবি করেছে। এই তথ্য ফেরত পেতে হোটেল কর্তৃপক্ষকে 5 হাজার ডলার ও তিনটি শর্তও দিয়েছে সাইবার ক্রিমিনালরা। তবে তাজ হোটেলস গ্রুপ জানিয়েছে, চিন্তার কিছু নেই। কর্তৃরক্ষ বিষয়টি তদন্ত করছে, গ্রাহকের তথ্য নিরাপদ আছে। এই পরিস্থিতি সম্পর্কে নিরাপত্তা সংস্থাগুলিকেও জানানো হয়েছে।


হ্যাকাররা ৪ লাখ টাকার বেশি চেয়েছে,সঙ্গে এই তিনটি শর্ত
সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, সাইবার হ্যাকাররা গ্রাহকের তথ্যের বিনিময়ে তাজ হোটেল গ্রুপের কাছে ৪ লাখ টাকা (৫ হাজার ডলার) চেয়েছে। হ্যাকাররা তাদের গ্রুপের নাম দিয়েছে ডিএনএ কুকিজ। তবে হ্যাকাররা জানিয়েছে এই তথ্য এখনও কাউকে দেওয়া হয়নি। তথ্য ফেরত দেওয়ার জন্য তিনটি শর্ত রেখেছে হ্যাকাররা। প্রথমত, আলোচনার জন্য একজন উচ্চপদস্থ মধ্যস্থতাকারী আনতে বলা হয়েছে। এছাড়াও, দ্বিতীয় দাবিতে খুচরো তথ্য দেবে না বলে জানিয়েছে সাইবার ক্রিমিনালরা। তৃতীয় শর্তে বলা হয়েছে, টাজ হোটলসের তাদের কাছে তথ্যের নমুনা চাওয়া ঠিক হবে না। এই হ্যাকাররা 5 নভেম্বর 1000 কলাম এন্ট্রি সহ ডেটা ফাঁস করেছিল।


বিপাকে ১৫ লাখ মানুষের ডাটা!
এই সাইবার হামলায় প্রায় ১৫ লাখ গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এর মধ্যে ব্যক্তিগত নম্বর, বাড়ির ঠিকানা এবং মেম্বার আইডির মতো অনেক তথ্য হ্যাকারদের কাছে পৌঁছেছে। হ্যাকাররা বলেছে যে তাদের কাছে 2014 থেকে 2020 পর্যন্ত ডেটা রয়েছে।


কী বলল আইএইচসিএল?
ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেডের (আইএইচসিএল) মুখপাত্র বলেছেন,  আমরাও হ্যাকারদের এই দাবি সম্পর্কে জানতে পেরেছি।  এই ডেটাতে সংবেদনশীল কিছু নেই। কোম্পানি তার গ্রাহকদের ডেটা নিয়ে উদ্বিগ্ন। তাই আমরা এই খবরেরে তদন্ত করছি। আমরা বিষয়টি সাইবার সিকিউরিটি এজেন্সি এবং ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমকে (CERT-In) জানিয়েছি। এছাড়া প্রতিষ্ঠানটির নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখা হচ্ছে। গ্রাহকদের উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। আইএইচসিএল তাজ, বিভান্তা, আদা সহ আতিথেয়তা সেক্টরে অনেক ব্র্যান্ড পরিচালনা করে।


Online Shopping Fraud: ৩০০ টাকার লিপস্টিক কিনতে গিয়ে লাখ টাকা উধাও, কীভাবে বাঁচবেন অনলাইন প্রতারণা থেকে ?