Tata Altroz DCA Update: আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। চলতি মাসের শেষেই বাজারে আসতে চলেছে টাটা অলট্রোজের নতুন ভ্যারিয়েন্ট। এই গাড়িতে ডিসিটি অটোমেটিক সংস্করণ দেখতে পাবেন ক্রেতারা। জেনে নিন গাড়ির স্পেকস , ফিচার।


Tata Altroz DCA: এই গাড়িতে ডিসিটি বা ডুয়াল ক্লাচ অটোমেটিকের সঙ্গেই রয়েছে ওয়েট ক্লাচও। কেবল 1.2 লিটার পেট্রোল ইঞ্জিনের সাথেই পাওয়া যাবে এই ভ্যারিয়েন্ট। এর একটি আরও শক্তিশালী টার্বো পেট্রল ভ্যারিয়েন্টের বিকল্প পাবেন ক্রেতারা। তবে সেই ইঞ্জিনটি ম্যানুয়ালেই পাওয়া যাবে। সেই ক্ষেত্রে Altroz ​​DCA অপেক্ষাকৃত কম আউটপুটের 1.2l ইঞ্জিনের সাথে পাওয়া যাবে।


Tata Altroz DCA: গাড়ির রং ও দাম
এখন 21,000 টাকায় বুকিং শুরু হয়েছে Tata Altroz DCA-র। এই গাড়ি XT, XZ ও XZ+ তিনটি ভ্যারিয়েন্টে পাবেন আপনি। এতে রয়েছে 1.2L রেভোট্রন পেট্রল ইঞ্জিন। সেই সঙ্গে ডিসিএ রেঞ্জে নতুন অপেরা ব্লু নামে একটি নতুন রংও যুক্ত করা হয়েছে। অন্যান্য রঙের বিকল্পগুলির মধ্যে রয়েছে ডাউনটাউন রেড, আর্কেড গ্রে, অ্যাভিনিউ হোয়াইট ও হারবার ব্লু। Altroz ​​রেঞ্জের বাকি অংশের মতো DCA ডার্ক সংস্করণেও পাওয়া যাবে। 




Tata Altroz DCA: কাদের সঙ্গে হবে প্রতিযোগিতা 
বাজারে Altroz ​​DCA এলে Baleno AMT ও i20 CVT অটোমেটিকের সঙ্গে হবে এর প্রতিযোগিতা। হুন্ডাই i20-তে রয়েছে Altroz-এর মতো একটি DCT-র বিকল্প। ম্যানুয়াল Altroz-এর তুলনায় DCA Altroz-এর দাম এক লাখ টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। অটো ব্লগারদের মতে,  প্রায় সব নতুন গাড়িতেই এখন দেখা যাবে ডার্ক ব্লু রং। কালোর পরিবর্তে এই রংকে ব্যবহার করছে গাড়ি প্রস্তুতকারী কোম্পানিগুলি। মূলত, দিনের বেলায় এই ডার্ক ব্লু রং বোঝা গেলেও রাতের কালোর মতোই দেখায়। তাই একই গাড়িতে দুটো রঙের সেড দেখতে পান ক্রেতা। সেই কারণে বর্তমান গাড়ি বাজারে বেশ চল বেড়েছে এই রঙের। প্রথমে মহিন্দ্রা এসইউভি ৭০০-র হাত ধরে বাজারে আসে এই রং। সম্প্রতি ফেসলিফটেড মারুতি বালেনোতেও দেখা গিয়েছে একই রং। এবার সেই পথেই হেঁটেছে টাটা অলট্রোজ ডিসিএ।