Mobile Battery Tips: অতীতের মতো পরিস্থিতি নেই। মোবাইল এখন মিনি কম্পিউটার। নিত্যদিন একাধিক কাজ করতে গিয়ে প্রায়শই চলে যাচ্ছে ব্যাটারির চার্জ। বার-বার স্মার্টফোন চার্জে বসাতে বিরক্ত হচ্ছেন আপনিও। আজ আমরা আপনাকে বেশিক্ষণ চার্জ ধরে রাখার কিছু পরামর্শ দেব। এইভাবে মোবাইলের যত্ন নিলে চার্জের সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি।
১ নোটিফিকেশনের সংখ্যা কম করুন
লক্ষ্য করলেই দেখতে পারবেন, সময়ে-সময়ে আপনার স্মার্টফোনে বিজ্ঞপ্তি পাঠাচ্ছে কিছু অ্যাপ। অনেক ক্ষেত্রেই অপ্রয়োজনীয় অ্যাপ থেকেও আসছে নোটিফিকেশন। উপস্থিত বেশিরভাগ অ্যাপই কিছু না কিছু বিজ্ঞপ্তি পাঠাতে থাকে। বিজ্ঞপ্তিগুলি সতর্ক হওয়ার ক্ষেত্রে ভাল, তবে এটি আপনার ব্যাটারিও খরচ করে৷ যত বেশি নোটিফিকেশন আসবে, তত দ্রুত ব্যাটারি শেষ হবে মোবাইলের। এমন পরিস্থিতিতে প্রতিটি অ্যাপ একবার চেক করা দরকার। আপনি যে অ্যাপগুলি ব্যবহার করেন না সেগুলির বিজ্ঞপ্তিগুলি বন্ধ করুন৷
২ ব্যাটারি ব্যবহার পরীক্ষা করুন
আপনার ফোনের ব্যাটারি কোথায় বেশি ব্যবহার হচ্ছে তা দেখার জন্য আপনাকে সময়ে সময়ে স্মার্টফোন পরীক্ষা করা উচিত। অর্থাৎ কোন অ্যাপে কতটা ব্যাটারি ড্রেন হচ্ছে তা দেখে নিন। এটি পরীক্ষা করতে, সেটিংসে যান ও ব্যাটারি মেনুতে ক্লিক করুন। এখানে আপনি সম্পূর্ণ ব্যাটারি রিপোর্ট পাবেন। অত্যধিক ব্যাটারি ব্যবহার করে এমন অ্যাপটি বন্ধ করুন। আপনি ফোনকে ব্যাটারি সেভার মোডেও রাখতে পারেন।
৩ সিস্টেম আপডেট রাখুন
বেশিরভাগ ব্যবহারকারী ফোনের সিস্টেম আপডেট সম্পর্কে আসা বিজ্ঞপ্তিগুলিকে উপেক্ষা করেন। যা একদমই ঠিক নয়। ফোনের ভালো ব্যাটারি লাইফের জন্য অত্যাধুনিক সিস্টেম থাকা প্রয়োজন। পুরানো সফ্টওয়্যার কখনও কখনও দ্রুত ব্যাটারি ড্রেন করে। তাই সব সময় সিস্টেম বা সফ্টওয়্যার আপডেট করতে থাকুন, যাতে ফোন মসৃণভাবে চলতে পারে। আপডেটেড সফটওয়্যার না থাকা ফলে ব্যাটারি দ্রুত শেষ হওয়া ছাড়াও আরও অনেক কিছুকে প্রভাবিত করে।
৪ ব্যাকগ্রাউন্ডে চলমান অ্যাপ বন্ধ করুন
যদি ফোনে দ্রুত ব্যাটারি শেষ হতে দেখেন, তাহলে ব্যাকগ্রাউন্ডে কোন অ্যাপ চলছে তা দেখে নিন। এবার ফোনের সেটিংসে যান ও ব্যাকগ্রাউন্ডে কোন অ্যাপ চলছে তা দেখে অ্যাপটিতে ক্লিক করুন। এই ধরনের অ্যাপগুলো জোর করে বন্ধ করুন। এটি আপনার ফোনের ব্যাটারির আয়ু বাড়াবে।