মুম্বই: দেখতে দেখতে প্রায় একটা মাস হয়ে গেল প্রয়াত হয়েছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। তাঁর প্রয়াণে এখনও মন ভারাক্রান্ত আপামর দেশবাসীর। দেশের গণ্ডি পেরিয়ে তাঁর অনুরাগীরা ছড়িয়ে রয়েছেন বিশ্বের নানা প্রান্তে। সাধারণ অনুরাগীদের পাশাপাশি লতা মঙ্গেশকরের চলে যাওয়া এখনও মন থেকে মেনে নিতে পারছেন না তারকারা ও তাঁর সঙ্গে কাজ করা মানুষেরা। এক রিয়েলিটি শোয়ের মঞ্চে প্রিয় লতা জি-কে নিয়ে স্মৃতিচারণা করলেন আর এক জনপ্রিয় গায়ক উদিত নারায়ণ (Udit Narayan)।


কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের সঙ্গে দুশোরও বেশি গান গেয়েছেন উদিত নারায়ণ। জনপ্রিয় এক রিয়েলিটি শোয়ের মঞ্চে সুরসম্রাজ্ঞীর সঙ্গে কাজ করার স্মৃতি প্রসঙ্গে উদিত নারায়ণ বলেন, 'আমি নিজেকে আশীর্বাদ ধন্য মনে করি যে, লতা দিদির সঙ্গে দুশোরও বেশি গান ডুয়েটে গাওয়ার সুযোগ পেয়েছি। বেশ কিছু স্টেজ শোয়েও ওঁর সঙ্গে গাইতে পেরেছি। আমার মনে আছে আর চিরকাল মনে থাকবে, একবার এক কনসার্টে তিনি সঞ্চালককে অনুরোধ জানিয়েছিলেন যে তিনি যেন আমাকে প্লেব্যাক সিঙ্গিংয়ের রাজা বলে সম্বোধন করেন। সেই ঘটনা আমি কোনওদিন ভুলতে পারব না। আমি নিশ্চিত যে আমি কোনও না কোনও ভালো কাজ করেছি, যার ফলস্বরূপ এগুলো আমি পেয়েছি।'


আরও পড়ুন - Gangubai Kathiawadi: 'গাঙ্গুবাঈ' চরিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছেন যে বলিউড নায়িকারা


প্রসঙ্গত, দীর্ঘ একটা মাস অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন লতা মঙ্গেশকর। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন করোনা আক্রান্ত হয়ে। সঙ্গে ছিল নিউমোনিয়ার সমস্যাও। দুই অসুখ থেকে মুক্ত হলেও দুই অসুখের পরবর্তী প্রতিঘাত সহ্য করতে পারলেন না। চিকিৎসকরা বরবার জানাচ্ছিলেন যে, বয়স হওয়ার কারণে তাঁর সেরে উঠতে সময় লাগছে। মাঝে কিছুটা সেরে উঠলেও সরস্বতী পুজোর দিন সন্ধাবেলায় আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। আর সরস্বতী পুজোর পরের দিনই পরলোকগমন করেন সুরসম্রাজ্ঞী। বিরানব্বই বছর বয়সে প্রয়াত হন লতা মঙ্গেশকর।