Pakistan Economy: পাকিস্তানের অর্থনীতিকে ছাপিয়ে গেল ভারতের কেবল একটি সংস্থা। মূলধনে পাকিস্তানের জিডিপিকে (Pakistan GDP)  হার মানাল টাটা গোষ্ঠী (Tata Group)। জেনে নিন, কত হয়েছে টাটাদের মোট মূলধন। 


টাটাদের পৌষমাস, পাকিস্তানের সর্বনাশ 
দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক গোষ্ঠী হিসাবে উঠে আসে টাটা গ্রুপের নাম। এবার আরও একটি বড় মাইলফলক ছুঁলো এই সংস্থা। এবার প্রতিবেশী দেশ পাকিস্তানের পুরো অর্থনীতিকে পেছনে ফেলে দিয়েছে টাটা গ্রুপ। সংস্থার বাজার মূলধন 365 বিলিয়ন ডলারে পৌঁছেছে। অন্যদিকে, আইএমএফের হিসাব অনুযায়ী, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে আটকে থাকা পাকিস্তানের জিডিপি মাত্র 341 বিলিয়ন ডলার।


TCS এর বাজার মূলধন পাকিস্তানের জিডিপির অর্ধেক
টাটা গ্রুপের কোম্পানিগুলোর শেয়ার গত বছর দ্রুত বেড়েছে। বিনিয়োগকারীদের ভালো রিটার্ন দিয়েছে এই কোম্পানি। এর ফলে টাটা গ্রুপের মার্কেট ক্যাপ বেড়েছে। টাটা গ্রুপের কোম্পানি টাটা কনসালটেন্সি সার্ভিসের মূলধন $170 বিলিয়ন ছাড়িয়ে গেছে। এটি পাকিস্তানের জিডিপির অর্ধেক।


ঋণের জালে আটকে রয়েছে পাকিস্তান
ইসলামাবাদ থিঙ্ক ট্যাঙ্ক ট্যাবএডল্যাব এক প্রতিবেদনে দাবি করেছে, পাকিস্তানের ঋণ তার জিডিপির চেয়ে দ্রুত বাড়ছে। এই কারণে পাকিস্তানের অর্থনীতির জিডিপিতে বাধা সৃষ্টি হচ্ছে। পাকিস্তানে বড় ধরনের পরিবর্তন দরকার। এটা না হলে পাকিস্তান ঋণে জর্জরিত হবে। পরবর্তীকালে যা দেশকে ঋণখেলাপির দিকে এগিয়ে নিয়ে যাবে। ২০১১ সাল থেকে পাকিস্তানের বৈদেশিক ঋণ প্রায় দ্বিগুণ হয়েছে। পাশাপাশি দেশীয় ঋণ বেড়েছে ছয় গুণ। 2024 সালের আর্থিক বছরে পাকিস্তানকে প্রায় 49.5 বিলিয়ন ডলারের ঋণ পরিশোধ করতে হবে।


টাটা গ্রুপের ৮টি কোম্পানির সম্পদ দ্বিগুণ হয়েছে
টাটা গ্রুপের টাটা মোটরস, ট্রেন্ট, টাইটান,টিসিএস এবং টাটা পাওয়ারের পারফরম্যান্স চমৎকার হয়েছে। গত এক বছরে গ্রুপের ৮টি কোম্পানির সম্পদ প্রায় দ্বিগুণ হয়েছে। এর মধ্যে রয়েছে বেনারস হোটেল, টিআরএফ, অটোমোবাইল কর্পোরেশন অফ গোয়া, আর্টসন ইঞ্জিনিয়ারিং এবং টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন। প্রায় 2.7 লক্ষ কোটি টাকার বাজার মূলধন Tata Capital আগামী বছর তার IPO লঞ্চ করতে পারে৷


আরও একটি সুখবর হল, সম্প্রতি টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) নিয়োগের বিষয়ে তার পরিকল্পনা স্পষ্ট করেছে। কোম্পানির সিইও কে কৃত্তিবাসন জানিয়েছেন, কোম্পানির আরও লোক লাগবে। তাই এ বছরও আইটি কোম্পানি অনেক চাকরি দেবে। আইটি সেক্টরের জায়ান্টের এই অবস্থানে আইটি খাতে চাকরির বাজারে বিশ্বব্যাপী আশার আলো দেখতে পাচ্ছেন অনেকেই।  


Best Stocks: চলতি সপ্তাহে দিতে পারে লাভ, এইচডিএফসি ব্যাঙ্ক ছাড়াও এই স্টকগুলি আপনার কাছে আছে কি ?