iQoo Z9 5G: ভারতে দ্রুত লঞ্চ হতে চলেছে আইকিউওও জেড৯ ৫জি (iQoo Z9 5G) ফোন। এর আগে একাধিক সার্টিফিকেশন ওয়েবসাইটে ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo Smartphones) কোম্পানির এই ফোনের নাম দেখা গিয়েছে। বিভিন্ন সার্টিফিকেশন সাইটের মাধ্যমে আইকিউওও জেড৯ ৫জি ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন সম্পর্কেও আভাস পাওয়া গিয়েছে। কেমন দেখতে হবে এই ফোন সেই প্রসঙ্গেও ইঙ্গিত পাওয়া গিয়েছে ইতিমধ্যেই। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে আইকিউওও জেড৯ ৫জি ফোনের নাম দেখা গিয়েছে। তার ফলে বোঝা যাচ্ছে যে এই ফোন ভারতে লঞ্চ হতে আর বেশি দেরি নেই। 


কেমন হতে চলেছে আইকিউওও জেড৯ ৫জি ফোন



  • আইকিউওও সংস্থার এই ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ প্রসেসর থাকতে পারে। এর আগে অবশ্য শোনা গিয়েছিল এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন র প্রসেসর থাকবে। আর থাকতে পারে ৬০০০০ এমএএইচ ব্যাটারি। 

  • আইকিউওও জেড৯ ৫জি ফোন ৮ জিবি র‍্যাম সমেত লঞ্চ হতে পারে ভারতে। এই ফোনে অ্যান্ড্রয়েড ১৪ বেসড অপারেটিং সফটওয়্যারের সাপোর্ট থাকতে পারে। এছাড়াও শোনা গিয়েছে এই ফোনে থাকতে পারে একটি 1.5K রেজোলিউশন যুক্ত OLED ডিসপ্লে। 

  • ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটির সাপোর্ট থাকতে পারে আইকিউওও জেড৯ ৫জি ফোনে। এই স্মার্টফোনের সঙ্গে আইকিউওও জেড৯ এবং আইকিউওও জেড৯এক্স- এই দুই মডেলও লঞ্চ হতে চলেছে। 


আইকিউওও নিও ৯ প্রো


আইকিউওও সংস্থার নতুন ফোন আইকিউওও নিও ৯ প্রো (iQoo Neo 9 Pro) ভারতে লঞ্চ হতে চলেছে ২২ ফেব্রুয়ারি। সম্প্রতি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড- (BIS) এর ওয়েবসাইটে দেখা গিয়েছে আইকিউওও জেন৯ ফোনের নাম। আইকিউওও নিও ৯ প্রো ৫জি ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জে২ প্রসেসর থাকবে। দুটো র‍্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্টে এই ফোন লঞ্চ হবে। একটি ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে। অন্যটি ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে। আইকিউওও নিও ৯ প্রো ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকবে। এটি একটি Sony IMX 920 সেনসর হতে চলেছে। ভিভো এক্স১০০ সিরিজেও এই ক্যামেরা সেনসর দেখা গিয়েছে। আইকিউওও নিও সিরিজের আসন্ন ফোনে সংস্থার তৈরি একটি কিউ১ চিপ থাকবে। এর ফলে ইউজাররা গেম খেলার সময় দারুণ অভিজ্ঞতা পাবেন। এছাড়াও থাকবে MEMC (Motion Estimation, Motion Compensation) প্রযুক্তির সাপোর্ট। বিভিন্ন ওটিটি মাধ্যম ও ভিডিও প্ল্যাটফর্মে ভাল ভিডিও কনটেন্ট দেখার ক্ষেত্রে এই ফিচার ইউজারদের সাহায্য করে। আইকিউওও নিও ৯ প্রো ফোনের ব্যাক প্যানেলে দুটো রঙ দেখা যাবে। লাল এবং সাদা। অল্প অংশেই সাদা রঙ দেখা যাবে। বেশিরভাগ অংশ জুড়ে থাকবে উজ্জ্বল লাল রঙ। আইকিউওও নিও ৯ প্রো ফোনে ফ্ল্যাট ডিসপ্লে থাকবে বলে জানা গিয়েছে। 


আরও পড়ুন- স্মার্ট টিভি কেনার পরিকল্পনা রয়েছে? ৫৫ ইঞ্চির বেশ কয়েকটি স্মার্ট টিভি অ্যামাজনে পাওয়া যাচ্ছে অবিশ্বাস্য কম দামে