Stock Market: গতকাল রাতে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মারা যান শিল্পপতি রতন টাটা। ভারতের ব্যবসায়িক দুনিয়ায় এক নক্ষত্রপতন। বিশাল টাটা সাম্রাজ্যের (Ratan Tata Demise) ভার এবার কার হাতে, তা নিয়ে চলছে চর্চা। আজ ১০ অক্টোবর শেয়ার বাজারে (Stock Market) টাটা গ্রুপের স্টকগুলির দিকেই নজর বিনিয়োগকারীদের। আর আজকের বাজারে সবথেকে বেশি মুনাফায় রয়েছে টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের স্টক। তারপরে রয়েছে টিসিএস এবং টাটা কেমিক্যালসের (Tata Stocks) নাম। এছাড়া টাটা টেলিসার্ভিসেসের স্টকেও আজ উত্থান দেখা যাচ্ছে।


শুধু তাই নয়, অন্য আরও কিছু টাটা গ্রুপের স্টক রয়েছে বিনিয়োগকারীদের নজরে। টাটা এলেক্সি, টাটা টেকনোলজিস, টাটা পাওয়ার কোম্পানি ইত্যাদি স্টকগুলিতেও আজ বৃদ্ধি দেখা যাচ্ছে। এই সব স্টকগুলিতেই (Tata Stocks) ৩ শতাংশের কাছাকাছি দাম বেড়েছে আজ, অন্যদিকে টাটা কনসালটেন্সি সার্ভিসেসের স্টকের দাম বেড়েছে ১ শতাংশ। সম্প্রতি এই নতুন অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে টিসিএস আর তাঁর প্রভাবেই এই স্টকের দাম বাড়ছে।


আজ বৃহস্পতিবারের ট্রেডিং সেশনে টাটা টেকনোলজিসের স্টকের দাম ৪ শতাংশ বেড়ে ১০৮৯ টাকায় ট্রেড করছে। বাজারের ইতিবাচক মনোভাব এবং টাটা গ্রুপের স্টকের উপর প্রবল ভরসার কারণে এই স্টকের দাম (Tata Stocks) বেড়েছে আজ। তবে ব্রোকারেজ ফার্ম অ্যাক্সিস ক্যাপিটাল এই স্টকের টার্গেট প্রাইস রেখেছে ৯৫০ টাকা, অর্থাৎ এই স্টকের দাম এবার কমতে পারে। অন্যদিকে লক্ষ্মীশ্রী ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ সংস্থার হেড অফ রিসার্চ আনসুল জৌন জানিয়েছেন যে টাটা গ্রুপের স্টকের দাম আজ ২ শতাংশ থেকে ৭ শতাংশ মুনাফায় থাকবে। রতন টাটার প্রয়াণে বাজারে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের একটা আবহ তৈরি হয়েছে।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়।কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।