কলকাতা: ফের বাড়তে চলেছে ভারতীয় গাড়ি প্রস্ততকারী সংস্থা টাটা মোটর্সের গাড়ির দাম। তবে ব্যক্তিগত গাড়ি নয়। শুধুমাত্র বাণিজ্যিক গাড়ির (Tata Motors commercial vehicles) দাম বাড়তে চলেছে। আগামী ১ এপ্রিল থেকে বাড়বে এই দাম। ২ শতাংশ পর্যন্ত দাম বাড়বে টাটা মোটর্সের বাণিজ্যিক গাড়ির।


২০২৪ সালে এই নিয়ে দ্বিতীয়বার বাণিজ্যিক গাড়ির দাম বৃদ্ধির ঘোষণা করল টাটা মোটর্স (Tata Motors)। এর আগে জানুয়ারি মাসে এই বছরে প্রথমবার বাণিজ্যিক গাড়ির দামবৃদ্ধির কথা ঘোষণা করেছিল টাটা মোটর্স। সেইবার ৩ শতাংশ পর্যন্ত দাম বাড়িয়েছিল গাড়ি প্রস্তুতকারী সংস্থা।


স্টক মার্কেটে দেওয়া নথিতে সংস্থার তরফে জানানো হয়েছে, প্রতিটি গাড়ির মডেল ও ভ্যারিয়ান্টের উপর বিভিন্ন হারে দাম বৃদ্ধি হবে। সংস্থার তৈরি সব ধরনের বাণিজ্যিক গাড়ির দাম বাড়ানো হবে।


এর আগে ব্যক্তিগত গাড়ির দামও বাড়িয়েছিল টাটা মোটর্স। ১ ফেব্রুয়ারি থেকে তাদের ব্যক্তিগত গাড়ির দাম ০.৭ শতাংশ পর্যন্ত বাড়িয়েছিল সংস্থা।


সম্প্রতি ভারতীয় গাড়ি প্রস্তুতকারী সংস্থাটি ঘোষণা করেছে যে তারা তাদের ব্যক্তিগত ও বাণিজ্যিক গাড়ির ব্য়বসা আলাদা করবে। আলাদা লিস্টেড সংস্থা করা হবে। এই ডিমার্জার NCLT-এর মাধ্যমে সম্পন্ন হবে। যাঁদের টাটা মোটর্সে শেয়ার রয়েছে সেই বিনিয়োগকারীর দুটি আলাদা লিস্টেড সংস্থাতেই একই পরিমাণ শেয়ার পাবেন। টাটা মোটরসের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন বলেছেন, ''গত কয়েক বছরে টাটা মোটরস একটি শক্তিশালী পরিবর্তন এনেছে। তিনটি স্বয়ংচালিত ব্যবসায়িক ইউনিট এখন স্বাধীনভাবে কাজ করছে ।  এই ডিমার্জার তাদের লক্ষ্যমাত্রা ও বৃদ্ধি বজায় রেখে প্রদত্ত সুযোগগুলিকে কাজে লাগিয়ে আরও ভালভাবে পুঁজি আনতে সাহায্য করবে। এটি আমাদের গ্রাহকদের জন্য একটি উচ্চতর অভিজ্ঞতা, আমাদের কর্মীদের জন্য আরও ভাল বৃদ্ধির সম্ভাবনা এবং আমাদের শেয়ারহোল্ডারদের জন্য উন্নত মূল্যের দিকে নিয়ে যাবে।” 


শুক্রবার বাজার বন্ধ ছিল। বৃহস্পতিবার বাজারে দর বেড়েছিল টাটা মোটর্সের (Tata Motors Share Price)। ২.১৩ শতাংশ বেড়ে দর হয়েছিল ১০৩৯.৩০ টাকা। এখনও পর্যন্ত ১০৬৫.৬০ টাকা ৫২ সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি দর উঠেছে এই শেয়ারের। সবচেয়ে কম দর ছিল ৪০০.৪৫ টাকা। গত ১ বছরে মাল্টিব্যাগার হয়েছে এই সংস্থার শেয়ার।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: নারী দিবসে দাম কমল রান্নার গ্যাসের, সঙ্গে কী বার্তা দিলেন মোদি?