নয়াদিল্লি: কিছুদিন আগেই বড়পর্দায় মুক্তি পেয়েছে 'লাপতা লেডিজ' (Laapataa Ladies)। এবার ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস (International Women's Day) উদযাপনে মাত্র ১০০ টাকায় (100 Rs Ticket Price) দেখা যাবে এই ছবি। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রযোজনা সংস্থার তরফে।
মাত্র ১০০ টাকায় প্রেক্ষাগৃহে গিয়ে দেখুন 'লাপতা লেডিজ'
আন্তর্জাতিক নারী দিবস হল স্বীকৃতি, উদযাপন, এবং বিশ্বব্যাপী নারীদের কৃতিত্ব ও চ্যালেঞ্জের প্রতিফলনের দিন। ৮ মার্চ, দিনটি নারীর সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক অর্জনকে সম্মান জানানোর পাশাপাশি লিঙ্গ সমতার পক্ষেও সমর্থন জানানোর জন্য উদযাপন করা হয়।
এই বিশেষ দিন উপলক্ষ্যে, সিনেপ্রেমীদের জন্য এক বিশেষ উদ্যোগ নিয়েছে জিও স্টুডিওজ ও আমির খান প্রোডাকশন। তারা আজকের জন্য 'লাপতা লেডিজ' ছবিক টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ছবি যে পরিমাণ ভালবাসা পাচ্ছে ও সাফল্য লাভ করছে, সেই কথা মাথায় রেখে আন্তর্জাতিক নারী দিবসে 'লাপতা লেডিজ' দেখতে পাওয়া যাবে মাত্র ১০০ টাকার বিনিময়ে।
এই উদ্যোগ যে কেবলমাত্র সিনেমাপ্রেমীদের বিনোদনে নিজেদের নিমজ্জিত করতে উৎসাহ দেবে তাই নয়, সেই সঙ্গে সমাজের তাঁদের অবদানকেও চিহ্নিত করবে। আজকের জন্য দেশজুড়ে সিনেমার টিকিটের দাম ১০০ টাকায় নামিয়ে আনার উদ্যোগ আবারও প্রমাণ করল যে আরও বেশি পরিমাণে দর্শকের কাছে সিনেমা পৌঁছে দিতে বদ্ধ পরিকর 'আমির খান প্রোডাকশন'।
ঠিক কী এই ফিল্মের গল্প?
একই ট্রেনে দুই নববিবাহিত দম্পতি ওঠেন। দুই কনের মুখেই লম্বা ঘোমটা টানা। ট্রেন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে এই দুই নববধূ কীভাবে হারিয়ে যান এবং তারপর কী কী হয়, সেই নিয়েই ছবির গল্প। ট্রেলার দেখে ছবির গল্প বিশেষ আন্দাজ করা যায় না এবং অবশ্যই তা আপনাদের এখানেও বলা হবে না, কারণ এরকম ছবি প্রেক্ষাগৃহে গিয়ে অবশ্যই দেখা উচিত।
ABP Live-এর মতে কেমন হয়েছে এই ছবি?
এটি এমন একটি ফিল্ম যা প্রমাণ করে যে গল্প যদি সঠিক পদ্ধতিতে বলা যায় তাহলে কোনও খান, কোনও কপূর, কোনও কপূর, কারও প্রয়োজন পড়ে না। ২ ঘণ্টার সিনেমা মাত্র ১৫ মিনিটে মূল বক্তব্যে পৌঁছে যায় এবং প্রত্যেক মুহূর্তে সিনেমাটি গতি নেয়। কোনও মুহূর্তে আপনি ফোন চেক করতে বা প্রেক্ষাগৃহ ছেড়ে বের হওয়ার সুযোগ পাবেন না। এই ফিল্মটি এমন একটি কঠিন বক্তব্য বিনোদনের মোড়কে প্রকাশ করবে যে আপনি বুঝতেও পারবেন না যে আপনাকে আদতে জ্ঞান দেওয়া হচ্ছে এবং আপনি সেই জ্ঞান গ্রহণও করে ফেলেছেন। এটাই তো একটি সিনেমার বা বলা চলে, ভাল ও সাবধানে তৈরি ছবির বৈশিষ্ট্য। ফিল্মের প্রত্যেক চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা সে কোনও হোটেলের বাসন ধোওয়ার বালক হলেও। এই ছবি আপনাকে অজস্র কথা বলে যাবে, কিন্তু সবটাই এত হালকা মেজাজে যে বুঝতেই পারবেন না। এই সিনেমা দেখে প্রচুর কাঁদতে পারেন, সঙ্গে রুমাল রাখতে ভুলবে না। স্পর্শ শ্রীবাস্তবকে এর আগে 'জামতাড়া' ওয়েব সিরিজে দেখা গিয়েছে তবে সিনেমা তাঁর এটিই প্রথম আর তিনি জমিয়ে অভিনয় করেছেন। গ্রামের ছেলের শরীরি ভাষা তিনি দারুণভাবে রপ্ত করেছেন। পুলিশের চরিত্রে দেখা গিয়েছে রবি কিষাণকে। ট্রেলারেই তিনি নজর কেড়েছিলেন এবং সিনেমায় তো তিনি আলাদা মাত্রা যোগ করেছেন। পর্দায় এলেই তিনি দারুণ মনোরঞ্জন করেন। এছাড়া দুর্গেশ কুমারের কাজও বেশ নজরকাড়া।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।