Tata Motors Share Price: টাটা মোটরসের বোর্ড অফ ডিরেক্টরস এই সংস্থার ব্যবসাকে দুটি পৃথক সংস্থায় বিভক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এমনকী এই দুই সংস্থার স্টক (Tata Motors Demerger Plan) আলাদাভাবে এক্সচেঞ্জে নথিভুক্ত করার কথাও জানিয়েছে। আগামী ১২ থেকে ১৫ মাসের মধ্যেই এই ডিমার্জার প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছে টাটা মোটরস।


২০২৪-২৫ অর্থবর্ষের এপ্রিল মাস থেকে জুন পর্যন্ত ত্রৈমাসিকের ফল ঘোষণা করেছে এই সংস্থা। আর সেই ফল ঘোষণার পরেই এক্সচেঞ্জকে একটি বিবৃতিতে টাটা মোটরস জানিয়েছে যে, সংস্থার বোর্ড টাটা মোটরসের দুটি পৃথকভাবে তালিকাভুক্ত কোম্পানির স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত করার প্রক্রিয়াকে অনুমোদন দিয়েছে। ১২ থেকে ১৫ মাসের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে। এই বছরই মার্চ মাসে ডিমার্জারের পরিকল্পনা করেছিল টাটা মোটরস।


টাটা মোটরসের এই ডিমার্জারের পর দুটি আলাদা আলাদা সংস্থার একটিতে হবে বাণিজ্যিক গাড়ির ব্যবসা এবং অন্য আরেকটি সংস্থা সামলাবে টাটা মোটরসের যাত্রীবাহী গাড়ি, বৈদ্যুতিন গাড়ির ব্যবসা। এই ডিমার্জার প্রক্রিয়ার অধীনে টাটা মোটরসের শেয়ারহোল্ডাররা একইসঙ্গে দুটি সংস্থারই শেয়ার পাবেন তাদের ডিম্যাট অ্যাকাউন্টে।


ডিমার্জারের সিদ্ধান্ত নেওয়ার সময় টাটা মোটরস জানিয়েছিল যে গত কয়েক বছরে টাটা মোটরসের বাণিজ্যিক যানবাহন বৈদ্যুতিন গাড়ি সহ যাত্রীবাহী গাড়ি ও জাগুয়ারের দারুণ বিক্রি হয়েছে। ২০২১ সাল থেকে উভয় বিভাগই তাদের সিইওদের অধীনে স্বাধীনভাবে কাজ করে নিজেদের দক্ষতা প্রমাণ করেছে। ২০২২ সালে ভাবা হয় যে যাত্রীবাহী এবং বাণিজ্যিক গাড়ির জন্য আলাদা সংস্থা করা দরকার আর তারই ফল এবারের ডিমার্জার প্রক্রিয়া। এর ফলে শেয়ারহোল্ডারদের কাছে সংস্থার শেয়ারের মূল্য বাড়বে অনেকটাই।


এদিকে টাটা মোটরস ফিনান্স ও টাটা ক্যাপিটাল সংস্থাকে মার্জ করার প্রক্রিয়া চলছে এবং এই প্রক্রিয়া আগামী ৯ থেকে ১২ মাসের মধ্যে শেষ হবে। গতকালের সেশনে টাটা মোটরসের শেয়ারের দাম ১.০৬ শতাংশ পতনের সঙ্গে ১১৪৪ টাকায় বন্ধ হয়েছে।  


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)



আরও পড়ুন: Multibagger Stock: ৫ বছরেই ১ লাখ থেকে ১৩ লাখ রিটার্ন, মুনাফায় ভরিয়েছে এই স্টক