কলকাতা : শ্রাবণ স্বমহিমায় দেখা দিতেই সারা বাংলার অবস্থা বাণভাসী। দিকে দিকে রাস্তা ডুবে গিয়েছে জলের তলায়। আর এই পরিস্থিতিতেই আবার বিপদের মুখে রেল।  হাওড়া-বর্ধমান মেন লাইনের চুঁচুড়া ও চন্দননগরের মধ্যে রেললাইনে ধস ! 


গত কয়েকদিন ধরে চলছে বৃষ্টি । ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জোড়া ফলায় বিপর্যস্ত বিভিন্ন জেলা। আর প্রবল বৃষ্টির জেরেই  রেললাইনের অদূরেই নামল  ধস । এমনটাই অনুমান রেলওয়ে কর্তৃপক্ষের। ধসের জেরে শুক্রবার আপ হুল এক্সপ্রেস কিছুক্ষণের জন্য চন্দননগর স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় । পরে ধীরগতিতে ওই এলাকা পেরিয়ে গন্তব্যের দিকে যাত্রা করে হুল এক্সপ্রেস।                               


বৃহস্পতিবারই বিষয়টি সামনে আসে। স্থানীয় সূত্রে খবর , ওই রেল লাইনের পাশেই রয়েছে একটি পুকুর। তাই ভারী বৃষ্টি হলে মাটি আলগা হয়ে যায়। ভেঙে যায় রেল লাইনের পাশের জায়গা। আর এর ফলে বিপদ হয়ে পারে রেলের। পরপর রেল দুর্ঘটনায় এমনিই আতঙ্কিত সকলে। এই আবহে রেল লাইনের পাশের মাটি ধসতে দেখেই স্থানীয়রাই খবর দেন রেলকে। রেলকর্মীরা ঘটনাস্থলে যান। 


আরও খবর :


লোকসভা ভোটের পরে তৃণমূলের Performance Appraisal, কী কী প্রশ্নবাণ?


জানা গিয়েছে, বৃহস্পতিবার চুঁচুড়া স্টেশনে ঢোকার আগে হোম সিগন্যালের কাছে দুন এক্সপ্রেস দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। তার পর কিছুক্ষণ পর ধীরে ধীরে ট্রেন পাস করানো হয়। বৃহস্পতিবার রাতে বিষয়টি নজরে আসতে থার্ড লাইন দিয়ে কোনও ট্রেনই চলাচল করেনি। তারপরেই রেলকর্মীদের দেখাশোনা করে আবার থার্ড লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


বৃষ্টির মধ্যেই রেলের ইঞ্জিনিয়াররা এসে ঘটনাস্থল পরিদর্শন করে গিয়েছেন। আপাতত আপ লাইনে ধীর গতিতে পাস করানো হচ্ছে রেল । রেল লাইনের পাশে ১৫ থেকে ২০ ফুট এলাকা জুড়ে ধস নেমেছে। এতখানি এলাকা জুড়ে মাটি ধসে পড়ায় স্থানীয়রা চিন্তিত।  গত কয়েকদিন ধরেই পরপর দুর্ঘটনা ঘটছে ভারতীয় রেলে। আর তার জেরে গিয়েছে বহু যাত্রীর প্রাণ।  তাই এমন ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। 


আরও পড়ুন


 জমা জলে মৃত্যুফাঁদ, বাবার চোখের সামনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মেয়ের 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।