Car News: জানুয়ারি মাসেই জানা গিয়েছিল ফেব্রুয়ারি মাস থেকেই নাকি টাটার সমস্ত গাড়ির দাম বাড়বে। নিত্যনতুন মডেল যেমন নিয়ে আসছে টাটা, তেমনই বাজারে এবার নাকি টাটার (Tata Motors) দুটি মডেলের গাড়ির দাম বাড়ার বদলে বিপুল হারে কমে গেল। ছাড় মিলল প্রায় এক লাখ টাকারও বেশি। এখনই কিনবেন এই মডেল ?
কোন গাড়িতে দাম কমল ?
জানা গিয়েছে, টাটা মোটরসের নেক্সন (Tata Nexon) এবং টিয়াগো ইভির (Tata Tiago EV) দাম কমে গিয়েছে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। মূলত যে ব্যাটারি সেলগুলি ব্যবহৃত হয়, গাড়ি নির্মাণের ক্ষেত্রে সেগুলির দাম হঠাৎ করেই কমে যাওয়ায় গাড়ির দামও কমানো হয়েছে টাটা মোটরসের তরফে। তবে টাটা টিয়াগো ইভি, নেক্সন ছাড়া সদ্য লঞ্চ হওয়া টাটা পাঞ্চ ইভির দাম কিন্তু একই থাকছে।
কত দাম ছিল, কত হল ?
টাটা টিয়াগো ইভি ২০২২ সালের অক্টোবর মাসে ভারতের বাজারে লঞ্চ হয়েছিল। এর এক্স শোরুম দাম ছিল আগে ৮.৪৯ লাখ টাকা। সেখানে এখন মাত্র ৭.৯৯ লাখ টাকায় ভারতের বাজারে পাওয়া যাবে এই গাড়ি। অন্যদিকে টাটা নেক্সনের (Tata Motors) দাম ১৬.৯৯ লাখের জায়গায় কমে হয়েছে ১৪.৪৯ লাখ টাকা।
কী জানিয়েছে টাটা মোটরস
ইভি নির্মাণে ব্যাটারি একটা বড় ভূমিকা নেয়। সেখানে বিশ্বের বাজারে ব্যাটারি সেলের দাম কমে যাওয়ায় যাতে ভারতের ক্রেতারা আরও কম দামে আরও বেশি সুবিধেয় এই গাড়ি কিনতে পারে, সেই জন্যেই এই দাম কমানো হয়েছে বলে মত প্রকাশ করেছেন টাটা প্যাসেঞ্জার ইলেকট্রিক মোবিলিটির চিফ কমার্শিয়াল অফিসার বিবেক শ্রীবাস্তব।
দাম বাড়ার ঘোষণা হয়েছিল আগেই
রবিবার ২১ জানুয়ারি টাটা মোটরস (Tata Motors) জানিয়েছিল, তাদের সমস্ত রেঞ্জের প্যাসেঞ্জার ভেহিকলের দাম বাড়তে চলেছে। ইলেকট্রিক ভেহিকলগুলিরও দাম বাড়বে আগামী মাস থেকেই এমনটাই জানা গিয়েছে। টাটার পক্ষ থেকে জানানো হয়েছে সমস্ত রেঞ্জের গাড়িতে ০.৭ শতাংশ হারে দাম বাড়বে ১ ফেব্রুয়ারি থেকেই। একটি বিজ্ঞপ্তিতে টাটা গোষ্ঠী জানিয়েছে ইনপুট কস্ট বেড়ে যাওয়ার কারণেই দাম বাড়াতে হচ্ছে গাড়ির।
টাটার গাড়ির বিক্রির পরিসংখ্যান
জানুয়ারি মাসের শুরুর দিকেই টাটা গ্রুপ (Tata Motors) জানিয়েছিল যে বিশ্বের বাজারে হোলসেল গাড়ি বিক্রি তাদের প্রায় ৯ শতাংশ বেড়েছে ইয়ার-অন-ইয়ার ভিত্তিতে। অর্থাৎ সংখ্যার হিসেবে বিশ্বজুড়ে ২০২৩-২৪ অর্থবর্ষের বিগত ত্রৈমাসিকে টাটার প্রায় ৩,৩৮,১৭৭ ইউনিট গাড়ি বিক্রি হয়েছে। একই ত্রৈমাসিকে টাটার বাণিজ্যিক গাড়ির বিক্রি ইয়ার-অন-ইয়ার ভিত্তিতে বেড়েছে মাত্র ১ শতাংশ, অর্থাৎ বিক্রি হয়েছে ৯৮,৬৭৯ ইউনিট গাড়ি। আর টাটা মোটরসের প্যাসেঞ্জার গাড়ি বিক্রি হয়েছে ১,৩৮,৪৫৫ ইউনিট অর্থাৎ গাড়ির বিক্রি বেড়েছে ৫ শতাংশ।
আরও পড়ুন: Creta EV: হুন্ডাই ক্রেটা ইভি নাকি ক্রেটার পুরনো ভার্সন, কোন মডেলে কী ফিচার্স ? কতটা আলাদা ?
Car loan Information:
Calculate Car Loan EMI