নয়াদিল্লি: নভেম্বরে ভারতের বুকে লঞ্চ হতে চলেছে বাজাজ পালসার ২৫০(bajaj pulsar)। অটো সাইটগুলির খবর বলছে, সাইজে এবার পালসার সেগমেন্টে অনেক বড় বাইক আনছে কোম্পানি। একেবারে নতুন ডিজাইন ল্যাঙ্গোয়েজ আসতে চলেছে গাড়িতে।
গাড়িতে থাকবে Projector headlamp: শোনা যাচ্ছে, বাইকের টিনটে ভ্যারিয়েন্ট আনবে বাজাজ। যার মধ্যে অন্তত একটিতে প্রজেক্টার হেডল্যাম্প দেওয়া হবে। টপ ভ্যারিয়েন্টে এই প্রজেক্টার হেডল্যাম্প হওয়ার সম্ভাবনা বেশি।
LED indicators: আগের মতো সাধারণ ইন্ডিকেটর দেওয়া হবে না গাড়িতে। পরিবর্তে হালফিলের এলইডি ইন্ডিকেটর দেওয়া হবে নতুন বাইকে। স্লিক ডিজাইনের এই ইন্ডিকেটরগুলো বদলে দেবে গাড়ির লুক।
Alloy wheels, disc brakes: ২৫০ পালসারে অ্যালয় হুইলের সঙ্গে দেওয়া হবে ডিস্ক ব্রেকস।শোনা যাচ্ছে, গাড়িতে টিউবলেস রেডিয়াল টায়ার দেওয়া হবে।ইতিমধ্যেই বাইকের আত্মপ্রকাশ সম্পর্কে নিজেই নিশ্চিত করেছেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর রাজীব বাজাজ। তিনি জানান, পালসারের ২০ তম বার্ষিকী উপলক্ষ্যে নভেম্বরেই bajaj pulsar 250 আনবে কোম্পানি।
কেমন হবে ইঞ্জিন ?
এই মডেলে ২৫০ সিসির অয়েল কুলড ইঞ্জিন দেবে বাজাজ। যা ২৪ বিএইচপি ও ২০ এনএম-এর টর্ক দেবে। শোনা যাচ্ছে, এই বাইকের ক্ষেত্রে নতুন কোনও ইঞ্জিন লঞ্চ করবে না বাজাজ। পরিবর্তে ডমিনার ২৫০-র ২৪৮.৭৭সিসির লিকুইড কুলড DOHC সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হবে। কেটিএম ডিউকে একই ইঞ্জিন ব্যবহার করেছিল কোম্পানি। এ ছাড়াও প্রতি চাকাতেই থাকবে ডিস্ক ব্রেক , ডুয়েল চ্যানেল এবিএস। অটো সাইটগুলোর দাবি, নতুন মডেলে ফুললি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট প্যানেল দেবে বাজাজ।
দাম কত হতে পারে ?
শোনা যাচ্ছে, bajaj pulsar 250-তে naked (NS250), fully faired (RS250) ছাড়াও semi-faired (250F)মোট তিনটি ভ্যারিয়েন্ট আনতে চলেছে বাজাজ। গাড়ির দাম হতে পারে ১.৩৫ লক্ষ টাকা(এক্স শোরুম প্রাইস)। বাইকের প্রসঙ্গে কোম্পানির এমডি রাজীব বাজাজ জানান, ২০০১ সালে প্রথম বাজাজ অটো ২.০ যাত্রা শুরু করে। সেই বছরই নভেম্বরে বাজারে আসে জনপ্রিয় বাইক বাজাজ পালসার। ভারত ছাড়াও উপমহাদেশে বিশাল মার্কেট করে নেয় এই বাইক।
আরও পড়ুন: Maruti Suzuki Upcoming SUV: Tata Punch-এর পাল্টা, বালেনো ডিজাইনের এসইউভি আনছে Maruti
আরও পড়ুন : How To Control A Car: গাড়ির ব্রেক ফেল করলে কীভাবে বাঁচবেন দুর্ঘটনা থেকে ? মেনে চলুন এই রুল