Tata Safari Dark edition launched: গোল্ড এডিশনের পর এবার সাফারি ডার্ক এডিশন নিয়ে এল টাটা। হ্যারিয়ার, নেক্সন, অল্টরোজের পাশাপাশি দেশের রাস্তায় নজর কাড়বে এই গাড়ি। গাঢ় কালো রঙের এই এসইউভির কেবিনেও কোনও অন্য রং খুঁজে পাবেন না ক্রেতা।
Tata Safari Dark edition: নতুন কালো রঙে একেবারে ভিন্ন অবতারে ধরা দিয়েছে Safari Dark edition। যাতে ওবেরন ব্ল্যাক এক্সটিরিয়রের পাশাপাশি ফেন্ডার ও টেইলগেটে ম্যাসকট দিয়েছে কোম্পানি। বদলে ফেলা হয়েছে পুরোনো চাকা। এবার ১৮ ইঞ্চির ব্ল্যাকস্টোন অ্যালোয় হুইল দেওয়া হয়েছে গাড়িতে। ক্রোম গ্রিল সরিয়ে সামনে আনা হয়েছে কালো গ্রিল। যা গাড়িতে আরও স্পোর্টি লুক দিয়েছে।
Tata Safari Dark edition: নতুন ডার্ক এডিশনে পুরো গাড়ি থেকেই সরিয়ে দেওয়া হয়েছে ক্রোম। এমনকী গাড়ির কেবিনেও আপনি কোনও ক্রোমের ছোঁয়া পাবেন না। ভিতরে ব্যবহার করা হয়েছে ব্ল্যাকস্টোন ম্যাট্রিক্স ড্যাসবোর্ড। গাড়ির কালো সিটে পাবেন নীল সেলাই। যা স্বাভাবিকভাবেই গাড়ির ইন্টিরিয়রে অন্য মাত্রা জুগিয়েছে। এই এসইউভিতে রয়েছে ভেন্টিলেটেড সিটস, এয়ার পিউরিফায়ার ছাড়াও অ্যান্ড্রয়েড অটো, অ্যাপল কার প্লে।
Tata Safari Dark edition: ৬স্পিড ম্যানুয়াল বা ৬ স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক গিয়ারবক্স-সহ 2.0l টার্বো ডিজেল ইঞ্জিনই রয়েছে নতুন গাড়িতে।কোনও পরিবর্তন করা হয়নি ইঞ্জিনে। সাফারি গোল্ড সংস্করণে অফার করা কিছু বৈশিষ্ট্যও এখানে রয়েছে। গাড়িতে পাবেন ওয়্যারলেস চার্জার, জেবিএল অডিও সিস্টেম, প্যানোরামিক সানরুফ, কানেক্টেড কার টেকনোলজি ও আরও অনেক কিছু।XT+/XTA+ ও XZ+/XZA+ ট্রিমগুলিতে পাওয়া যায় সাফারি ডার্ক এডিশন। এর দাম 20-60,000 টাকা স্ট্যান্ডার্ড সাফারি ট্রিমের চেয়ে বেশি।
Kia Carens bookings: একদিনে ৭৭৩৮ বুকিং, লঞ্চের আগেই ধামাকা শুরু ক্যারেন্সের
Mercedes-Maybach GLS 600 review: ২.৫ কোটি টাকা থেকে দাম শুরু, এই গাড়ি মানেই লাক্সারি