Investment Tips: দেশের বিভিন্ন শ্রেণির কথা মাথায় রেখে স্বল্প সঞ্চয় বিনিয়োগ প্রকল্প চালায় সরকার। এতে বিনিয়োগ করে সাধারণ মানুষ ভাল রিটার্ন পেতে পারে। এরকম একটি স্কিমের নাম জাতীয় সঞ্চয় শংসাপত্র। আপনি যদি NSC অর্থাৎ ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমে বিনিয়োগ করতে চান, তাহলে আপনি দেশের যেকোনও পোস্ট অফিসে গিয়ে টাকা জমা করতে পারেন। 


সম্প্রতি, সরকার এই প্রকল্পের সুদের হার বাড়িয়েছে। 2022 সালের ডিসেম্বর পর্যন্ত এই স্কিমের অধীনে বিনিয়োগকারীদের 6.8 শতাংশ সুদের হার দেওয়া হয়েছিল, যা এখন 7 শতাংশে বেড়েছে। ভাল রিটার্নের পাশাপাশি, এই স্কিমের বিশেষ বিষয় হল, এটি ট্যাক্স সেভিং (ট্যাক্স সেভিং বেনিফিট) সুবিধাও পেতে পারে।


Tax Saving Tips: কর সাশ্রয়ের সুবিধা পান
2022-23 আর্থিক বছরে এই স্কিম থেকে আপনি যদি কর ছাড় পেতে চান, তাহলে এটাই আপনার শেষ সুযোগ। এখন 31 মার্চের আগে কর পরিকল্পনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় সঞ্চয় শংসাপত্রের অধীনে বিনিয়োগকারীরাও কর সাশ্রয়ের সুবিধা (NSC ট্যাক্স সেভিং বেনিফিট) পান। এই স্কিমে বিনিয়োগকারীরা আয়করের ধারা 80C এর অধীনে 1.5 লক্ষ টাকা কর ছাড় পাবেন।


NSC Investment Tips: জাতীয় সঞ্চয় শংসাপত্র প্রকল্পে কত বিনিয়োগ করা যেতে পারে?
আপনি মাত্র 1,000 টাকা দিয়ে পোস্ট অফিসের এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ শুরু করতে পারেন। পাশাপাশি এই স্কিমে সর্বাধিক বিনিয়োগের কোনও সীমা নেই। বিনিয়োগকারীরা FD-র চেয়ে এই স্কিমে বেশি বিনিয়োগ করতে পছন্দ করেন। কারণ এটি অনেক ব্যাঙ্কের FD থেকে বেশি রিটার্নের সুবিধা দেয়। এই স্কিমের মেয়াদ 5 বছর পরে। এই স্কিমে বিনিয়োগ করতে আপনি যেকোনও পোস্ট অফিসে যেতে পারেন ও 1,000-এর বেশি পরিমাণের জন্য একটি শংসাপত্র কিনতে পারবেন৷


NSC তিন প্রকার
আপনি এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। 
একজন নাবালকও এতে বিনিয়োগ করতে পারেন।
একই সঙ্গে দুই বিনিয়োগকারী যৌথভাবে এই সার্টিফিকেট কিনতে পারবেন।
এই স্কিমে দু'জন একসঙ্গে বিনিয়োগ করলেও টাকা পায় মাত্র একজন।


Income Tax Form: ২০২২-২৩ আর্থিক বছরের আয়কর রিটার্নের ফর্ম প্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (CBDT)। সাধারণত নতুন অর্থবর্ষেই ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্ম দিয়ে থাকে সিবিডিটি। তবে এবার আর্থিক বছর শুরু হওয়ার আগেই এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।


Common ITR Form: এবারও আসেনি সাধারণ আইটিআর ফর্ম
১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের মুখে শোনা গিয়েছিল এই কথা। সবার জন্য আলাদা আলাদা ফর্ম না এনে Common ITR Form আনার কথা বলেছিলেন অর্থমন্ত্রী। সেই কারণে  এবার CBDT আয়কর রিটার্ন দাখিলের জন্য সাধারণ আয়কর রিটার্ন ফর্ম আনবে বলে আশা করা হয়েছিল। করদাতাদের পরিষেবা উন্নত করতে ও আয়কর রিটার্ন প্রক্রিয়া আরও সহজ করতেই এই প্রস্তাব দিয়েছিলেন তিনি। যদিও আগামী অর্থবছর থেকে এটি চালু হচ্ছে না।


Common ITR Form: এবারও আসেনি সাধারণ আইটিআর ফর্ম
১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের মুখে শোনা গিয়েছিল এই কথা। সবার জন্য আলাদা আলাদা ফর্ম না এনে Common ITR Form আনার কথা বলেছিলেন অর্থমন্ত্রী। সেই কারণে  এবার CBDT আয়কর রিটার্ন দাখিলের জন্য সাধারণ আয়কর রিটার্ন ফর্ম আনবে বলে আশা করা হয়েছিল। করদাতাদের পরিষেবা উন্নত করতে ও আয়কর রিটার্ন প্রক্রিয়া আরও সহজ করতেই এই প্রস্তাব দিয়েছিলেন তিনি। যদিও আগামী অর্থবছর থেকে এটি চালু হচ্ছে না।


আরও পড়ুন : ITR Form 2023-24: আয়কর রিটার্ন জমা দেবেন ? কাদের জন্য কোন ফর্ম জানেন ?